জলের বোতল, সাইকেল, নোটবুকের দাম কমছে ! জিএসটি বাড়ছে ঘড়ি, দামি জুতোর ওপর





এক ধাক্কায় অনেকটাই কমতে চলেছে ২০ লিটারের জলের ড্রাম, সাইকেল ও নোটবুকের দাম! সূত্রের খবর, করের হার ১৮ শতাংশ থেকে একেবারে ৫ শতাংশে নামিয়ে আনা হতে পারে। শনিবার বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বে মোট ৫ সদস্যের মন্ত্রীদের একটি দল জিএসটি কাউন্সিলের বৈঠকে এমন সুপারিশ করেছে বলে খবর।




সংবাদ সংস্থা সূত্রে খবর, ২৫ হাজারের বেশি দামের ঘড়ি, ১৫ হাজারেরও বেশি দামি জুতোর উপরেও লাগাম টানা হতে পারে। রিপোর্ট অনুযায়ী, আগে যেখানে এসব জিনিস কিনতে গেলে ১৮ শতাংশ ট্যাক্স দিতে হত, সেখানে এবার থেকে গুণতে হবে ১০ গুন বেশি অর্থাৎ ২৮ শতাংশ ট্যাক্স।




এমন সিদ্ধান্তে ২২ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হবে বলে মত বিহারের উপমুখ্যমন্ত্রীর। বাস্তবে কী হবে সেটা ঠিক করবে জিএসটি কাউন্সিল। সম্প্রতি জিএসটির হার ১৫.৩ শতাংশ কমে যাওয়ার পর উত্তরপ্রদেশের অর্থমন্ত্রী সুরেশ কুমার খান্না, রাজস্থানের স্বাস্থ্য পরিষেবা মন্ত্রী গজেন্দ্র সিং, কর্ণাটকের রাজস্ব মন্ত্রী কৃষ্ণা গৌড়া ও কেরলের অর্থমন্ত্রী কে এন বালাগোপালকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়।  





শনিবার সেই কমিটির বৈঠকের পরই এমন খবর সামনে আসে। রিপোর্ট অনুযায়ী ১০ হাজার টাকার কম দামের সাইকেলগুলিতে জিএসটির হার ১২ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে দাম বাড়তে পারে হেয়ার কালার, হেয়ার ড্রায়ারের মতো আইটেমের। জানা গিয়েছে, ১৮ থেকে ২৮ শতাংশ কর বাড়ানো হতে পারে বিলাসবহুল আইটেমগুলির।






Previous Post Next Post

نموذج الاتصال