অনশন প্রত্যাহারের পরই অসুস্থ অনশনকারী ডাক্তাররা

 



স্পেশাল রিপোর্ট ওয়েব ডেস্ক, 17 দিন ধরে অনশন চলার পর অবশেষে সোমবার তা তুলে নিলেন জুনিয়র চিকিৎসকরা ৷ তারপর সেই প্রসঙ্গে একে একে বক্তব্য়ও রাখেন অনশনকারী জুনিয়র চিকিৎসকরা ৷ তারপর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায় ৷ তড়িঘড়ি তাঁকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে ৷



আরজি কর হাসপাতালে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা-মা এলেন অনশন মঞ্চে। অনশনকারীদের সঙ্গে কথা বলছেন তাঁরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কী ভাবছেন জুনিয়র চিকিৎসকরা সে কথা শুনছেন ওই নির্যাতিতা চিকিৎসক তরুণী চিকিৎসকের পরিবার। এছাড়াও তাঁরা অনশনকারীদের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন।



এর পাশাপাশি শারীরিক পরীক্ষার জন্য ভর্তি হয়েছেন অনশনকারী বাকি জুনিয়র চিকিৎসকরা। এসএসকেএম-এ ভর্তি স্পন্দন চৌধুরী, শিশু মঙ্গলে ভর্তি করা হয়েছে পরিচয় পাণ্ডাকে। কলকাতা মেডিক্যালে ভর্তি হয়েছেন স্নিগ্ধা হাজরা। সেখানে ভর্তি হয়েছেন সায়ন্তনী ঘোষ হাজরাও। রয়েছেন অলোলিকা ঘরুইও। অপরদিকে,উত্তরবঙ্গে অনশনকারী সন্দীপ মণ্ডলকে ভর্তি করানো হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যালে।



নিহত চিকিৎসকের বাবা-মার অনুরোধেই অনশন প্রত্যাহার বলে জানালেন জুনিয়র চিকিৎসকরা ৷ তবে ন্যায়বিচারের দাবিতে যদি আবারও আমরণ অনশনে বসতে হয় তাও বসবেন বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা ৷ দাবি পূরণে শনিবার আরজি কর মেডিক্যালে গণকনভেনশনের ডাক দিয়েছেন তাঁরা ৷



Previous Post Next Post

نموذج الاتصال