দেওয়া যাবে অনলাইন পুজো , প্রণামী পাঠানো যাবে ই-পেমেন্টে ! নৈহাটির বড় মা-র এবারের বিশেষ চমক

 


দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে জাগ্রত নৈহাটির বড় মা কালীর মাহাত্ম্যের কথা। প্রতিবছরই তাই লক্ষাধিক ভক্ত সমাগম ঘটে বড় মা কালীর পুজো দেখতে। নৈহাটি অরবিন্দ রোডে মৃৎশিল্পীদের হাতে ধীরে ধীরে গড়ে উঠছে  বড়মার প্রতিমা। কাঠামোর নিচে লাগানো বিশেষ চাকার দ্বারাই, পুজো শেষে এই প্রতিমা টেনে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয় গঙ্গার ঘাটে। সুউচ্চ ২১ ফুটের মূর্তির পাশাপাশি, বড়মার সারা গায়ে পড়ানো স্বর্ণালংকার দেখতেও বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায় ভক্তদের মধ্যে। পুজোর কদিন প্রায় কয়েক হাজার মানুষ দণ্ডী কাটেন মায়ের আশীর্বাদ লাভে। 



রাস্তার ধারে রক্ষাকালী মূর্তিতেই পুজো করতেন একদল যুবক। আজ থেকে প্রায় ১০০ বছর আগে, ভবেশ চক্রবর্তী ও তাঁর চার বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা রাস দেখতে যান। সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে চোখ ওঠে কপালে। বিস্মিত হয়ে বড় বড় মূর্তি দেখে নৈহাটিতে একটি রক্ষাকালী মূর্তিকে বিশালাকার মূর্তি গড়ার পরিকল্পনা করেছিলেন। কথিত আছে, এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন, তাই এই দেবীকে ভবেশ কালীও বলা হয়। প্রথমে সকলে ভবেশ কালীই বলে ডাকতেন, তারপর বিশালাকার মূর্তিকে বড়মা বলে অভিহিত করেন।



আগামীকাল দীপাবলি। আলোয় সেজে উঠেছে নৈহাটি। আর গঙ্গা পারের এই শহরের সঙ্গে জুড়ে রয়েছে বড়'মার পুজোর মাহাত্ম্য। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে ৩১শে অক্টোবর রাতেই বড়মার পুজো অনুষ্ঠিত হবে। 



বৃহস্পতিবার রাতে বড়মা'র পুজো শুরু হবে রাত ১১ টায়। পুষ্পাঞ্জলি শুরু হবে রাত্রি ১টায় । পুজো শেষে ভোগ প্রসাদ বিতরণ করা হবে। ৪ নভেম্বর বিকেল ৪টায় গঙ্গাবক্ষে মায়ের প্রতিমার নিরঞ্জন করা হবে। তার আগে হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রায় ১০০ ভরি সোনা ও রুপোর গয়নায় সেজে উঠবেন মা। পুজো উপলক্ষ্যে নিরাপত্তার এলাহি ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে।


মন্দির কমিটির তরফে জানানো হয়েছে বড় মা'র কাছে অনলাইনে পুজো দেওয়ার প্রক্রিয়াও চালু রয়েছে। এর জন্য মন্দির কমিটির তরফে দুটো নম্বর দেওয়া হয়েছে। বড়মার অফিসের ফোন নম্বর ০৩৩ ২৫৮১-৫৬৭৭। সাধারণ পুজো দিতে হলে হোয়াটসঅ্যাপ করতে পারেন ৮২৪০৮২০০০৩ নম্বরে। এই নম্বরে মেসেজ করলেই মন্দির কমিটির তরফে ব্য়াঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সহ যাবতীয় বিবরণ পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশিপুজোর দিন সারাদিন ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি চলবে সম্প্রচার। একই সঙ্গে Joy Boro Maa Apps এর মাধ্যমেও ভক্তরা পুজো দিতে পারবেন।


#diwali2024 #kalipujo #westbengal

Previous Post Next Post

نموذج الاتصال