নবান্ন বৈঠকের আগে আন্দোলনকারী ডাক্তাররা কি অনশন প্রত্যাহার করবে ?

 




গতকাল রাতে মুখ্যসচিবের ই-মেল করেন জুনিয়ার চিকিৎসকেদেরষ৷ ইমেলে জানানো হয়, যে অনশন প্রত্যাহার করে সোমবার নবান্ন সভাঘরে বৈঠকে যোগ দিন৷ এরপর আন্দোলনকারীরা জিবি মিটিং। তবে শনিবার রাতের পর রবিবার দুপুরে জিবি হওয়ার কথা রয়েছে এন‌আর‌এসে। কিন্তু রাতের জিবি’তে কী কী বিষয়ে আলোচনা হল? জানা গিয়েছে, নবান্নে বৈঠকের আগে অনশন প্রত্যাহার নয়৷



অন্যদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১০ জন প্রতিনিধি কারা হবেন সে বিষয়ে এদিনের জিবিতে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ভোটের দাবি নিয়ে বারবার সরব হয়ছেন জুনিয়র চিকিৎকেরা। ২০২৫ সালের মার্চের মধ্যে কলেজ স্তরে ছাত্র কাউন্সিল নির্বাচন হবে। জুনিয়র চিকিৎসকদের পাঠানো ই-মেলে মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে জানিয়েছেন মুখ্যসচিব। তবে ছাত্র কাউন্সিল ভোটের পাশাপাশি আরডিএ গঠন নিয়ে আলোচনা চান জুনিয়র চিকিৎসকেরা। ২০২৫ সালের মার্চের আগে অন্তর্বর্তী ছাত্র কাউন্সিল চান জুনিয়র চিকিৎসকেরা। এন‌আর‌এসের জিবি’তে সে বিষয়ে কৌশল স্থির করতে পারে তাঁরা। 




মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মোবাইল ফোন মারফত আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন। স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী ও মুখ্যসচিব মনোজ পন্থ পৌঁছে গিয়েছিলেন অনশন আন্দোলনের মঞ্চে। তাঁরাও আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু আন্দোলনকারীদের টলানো সম্ভব হয়নি সেই আলোচনায়। মুখ্যমন্ত্রীও মোবাইল ফোনে ১৮ মিনিট কথা বলেছিলেন।



নবান্নে বৈঠক কীভাবে হবে? সেই নিয়ে প্রশ্ন থাকছেই। কারণ, মুখ্যমন্ত্রী এবার নিজে কয়েকটি বক্তব্য রেখেছেন। নবান্নে আগামী কাল সোমবার ঠিক পাঁচটায় সময় দেওয়া হয়েছে। পাঁচটাতেই বৈঠক শুরু হবে। পাঁচটার মধ্যেই আন্দোলনকারীদের পৌঁছাতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। ঘন্টার পর ঘন্টা সময় যাতে নষ্ট না করা হয়। সেই কথাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এবার সময় সম্পর্কে নির্দিষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।



Previous Post Next Post

نموذج الاتصال