স্পেশাল রিপোর্ট ওয়েব ডেস্ক, সামনেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। বাকি তিন সপ্তাহেরও কম সময়। তার আগে ঝাড়খণ্ডের ভোটের জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্রসিংহ ধোনিকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল জাতীয় নির্বাচন কমিশন। ভোটদানে মানুষের উৎসাহ বাড়াতেই এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।
সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, “মহেন্দ্র সিং ধোনি তাঁর ছবি ব্যবহারের জন্য নির্বাচন কমিশনকে অনুমতি দিয়েছেন। ভোটদানের জন্য মানুষকে সচেতন ও উৎসাহিত করার জন্য তিনি কাজ করবেন।” ভবিষ্যতে এই প্রচারমূলক কাজ কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ রাখছে নির্বাচন কমিশন। যুবসমাজের মধ্যে ধোনির জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যাতে নতুন প্রজন্ম আরও বেশি করে ভোট দিতে আসেন।
মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। ধোনির ছবি ব্যবহারের সম্মতি পেয়েছে কমিশন। আগামী দিনে কীভাবে কাজ এগোবে, তার পরিকল্পনা করতে ধোনির সঙ্গে কমিশন যোগাযোগ রাখছে বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ধোনির জন্ম ও বড় হওয়া ঝাড়খণ্ডের রাঁচিতে (তৎকালীন বিহারে)। ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের আগে ঘরের ছেলেকেই মুখ করে ভোটারদের উৎসাহিত করতে চায় কমিশন।ঝাড়খণ্ডে নির্বাচন শুরু ১৩ নভেম্বর। দু’দফায় হবে নির্বাচন। দ্বিতীয় দফা ২০ নভেম্বর। ৮১ আসনের বিধানসভায় ফল বেরবে ২৩ নভেম্বর।
এ ছাড়া সচিন তেন্ডুলকর, মেরি কম, সাইনা নেহওয়ালকেও অতীতে বিভিন্ন নির্বাচনের আগে কমিশনের প্রচারের মুখ হিসাবে ব্যবহার করা হয়েছে। আমির খান, মনোজ ত্রিপাঠী, রাজকুমার রাওয়ের মতো অভিনেতারাও রয়েছেন এই তালিকায়।