জিৎ ও তাঁর স্ত্রী মোহনা মদনানি ছেলের জন্মের পর প্রায় ছ’মাস তাকে আড়ালেই রেখেছিলেন অভিনেতা। তবে ছবি ‘বুমেরাং’ মুক্তি পেতেই ছেলেকে প্রকাশ্যে আনেন অভিনেতা। তার পর সপ্তমীতে পথশিশুদের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে জিৎ-পুত্র রোনভকে। অভিনেতা এই ভিডিয়ো পোস্ট করতেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। এ বার ছেলের এক বছরের জন্মদিনে এলাহি আয়োজন করলেন অভিনেতা।
এ দিনের অনুষ্ঠানে নজর কেড়েছেন টলিউডের একঝাঁক তারকা। মেয়ে ইয়ালিনিকে নিয়ে উপস্থিত হয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে সুস্মিতা চট্টোপাধ্যায় কে নেই সেখানে! টলি কুইন কোয়েল মল্লিকেও দেখা গিয়েছিল ছোট্ট রোনভের প্রথম জন্মদিনে।
অনুষ্ঠানে গ্র্যান্ড এন্ট্রি নিয়েছিলেন সপরিবারে জিৎ। একদিকে যেমন মা-মেয়ে সেজেছিলেন সোনালি রঙা পোশাকে। তেমনই আবার লাল রঙের ম্যাচিং পাঞ্জাবিতে অনবদ্য দেখাচ্ছিল জিৎ-রোনভকে। ২০২৩ সালে মেয়ের জন্মের ১১ বছর পর জিৎ-মোহনার পরিবারে আসে পুত্র রোনভ। নিজেই সুখবর ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, নানা মুহূর্তের ছবিও ভক্তদের জন্য প্রকাশ্যে এনেছেন অভিনেতা।
চলতি বছরের ১৪ জুন প্রথমবার রোনভের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন জিৎ। সেদিন তিনটি ছবি পোস্ট করেন সুপারস্টার। ছবিতে মোহনা ও নবন্যাও ছিল। ছবির ক্যাপশনে জিৎ জানান, ১৪ জুন দিনটা তাঁর কাছে বিশেষ। তাই এই দিনটাকে স্মরণীয় করে রাখতেই তিনি রোনভের ছবি শেয়ার করেছেন। কিন্তু এই দিনটা কেন এত বিশেষ জিতের কাছে? তার উত্তরও সোশাল মিডিয়ায় দেন তারকা। ২২ বছর আগে, অর্থাৎ ২০০২ সালের ১৪ জুন সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘সাথী’। সুপারহিট সেই সিনেমা দিয়েই টলিপাড়ায় যাত্রা শুরু করেছিলেন জিৎ। তার পর নানা চড়াই-উতরাই পেরিয়ে স্টারডম। অভিনেতা থেকে প্রযোজক হওয়া।