উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে গণ ইস্তফা চিকিৎসকদের। বুধবার সকাল থেকে সিনিয়ার-জুনিয়ার মিলিয়ে মোট ৩৮ জন চিকিৎসক ইস্তফা দিয়েছেন। উৎসবের আবহে চিকিৎসকদের গণ ইস্তফায় চিন্তিত রাজ্যের মানুষ। উৎসবের আবহেই বাড়ছে চিকিৎসকদের আন্দোলনের ঝাঁজ। প্রথমে আরজি কর হাসপাতাল, তারপর কলকাতা মেডিকেল কলেজ, এবার সেই তালিকায় নাম লেখাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। রাজ্যের প্রথমসারির এই তিন মেডিকেল কলেজে গণ ইস্তফা দিলেন সিনিয়ার-জুনিয়ার চিকিৎসকেরা। ষষ্ঠীর সকাল থেকে উত্তরবঙ্গ মেডিকেলে ইস্তফা দিতে শুরু করেন জুনিয়ার-সিনিয়ার চিকিৎসকেরা। সিনিয়ার চিকিৎসকদের মধ্যে রয়েছেন বিদ্যুৎ গোস্বামী ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ডা: নির্মল বেরা (বিভাগীয় প্রধান নিউরো সাইক্রিয়াটিক) এবং ডা: দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায় (বিভাগীয় প্রধান মেডিসিন)।
এছাড়াও রয়েছেন আরও ৫০ জন চিকিৎসক। সংখ্যাটা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। গত রবিবার থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জুনিয়ার চিকিৎসকেরা রিলে অনশন শুরু করেছিলেন। গতকাল থেকে তাঁদের সঙ্গে প্রতীকী অনশনে শামিল হন সিনিয়ার চিকিৎসকেরাও। ৭২ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর এখনও রাজ্যের সরকারের তরফে কোনও ইতিবাচক পদক্ষেপ করতে দেখা যায়নি তাঁদের ১০ দফা দাবি নিয়ে।