স্পেশাল রিপোর্ট ওয়েব ডেস্ক, বাজি ফাটাতে গিয়ে অসতর্কতার বড় মাশুল দিতে হল উলুবেড়িয়ার একটি পরিবারকে। আগুনে ঝলসে মৃত্যু হল দুই শিশু ও এক মহিলার। শুক্রবার সন্ধ্যার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, বাজি ফাটাতে গিয়ে কোনও ভাবে আগুন ছড়িয়ে পড়ে। তার জেরেই এই ঘটনা। পুলিশ ও দমকল খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছলেও ৩ জনের কাউকেই বাঁচানো যায়নি।
উলুবেড়িয়াতে শুক্রবার সন্ধ্যের পর ঘটে গেল অঘটন। আনন্দ করে বাড়ির মধ্যে ছোটরা কালীপুজোর পরদিন বাজি ফাটাচ্ছিল। হঠাৎ একটি বাজি অসাবধানতায় ফেটে গিয়ে আগুন লেগে যায় গোটা বাড়িতে। ওই আগুনে অগ্নি দগ্ধ হয়ে দুই শিশু-সহ এক নাবালিকার মৃত্যু হয়। দ্রুত আগুন গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। সেই আগুন ওই বাড়ি লাগোয়া একটি দোকান ঘরেও ছড়িয়ে যায়। ফলে দোকান ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। দমকল বিভাগ খবর পেয়ে ঘটনাস্থলে ইঞ্জিন নিয়ে আসার আগেই চোখের নিমিষে এই ভয়ংকর অগ্নিকাণ্ড ও ঝলসে মৃত্যুর ঘটনা ঘটে।
হাওড়ার উলুবেড়িয়ার বাণীতলায় বাজি পোড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে যে তিনজনের মৃত্যু হয় তারা হলেন শ্রাবন্তিকা মিস্ত্রি (১১), ইশান ধারা (৩), ওমমতাজ খাতুন (৫)। এই তিনজনকেই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
তাঁদের সবাইকে পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনজনকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় দু'জন এখনও উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর । এদিনের ঘটনার নেপথ্যে স্থানীয়দের অসাবধানতাকেই দায়ী করছেন অনেকে ৷ কেন কচিকাচাদের একা বাজি পোড়াতে দেওয়া হল সেই নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে ৷ কালীপুজোর পরের দিন এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া বাজারপাড়ায় ৷