বিনীত গোয়েল পরিকল্পিতভাবে সঞ্জয় রায়কে ফাঁসিয়েছে দাবি আরজিকরের মূল অভিযুক্তের

স্পেশাল রিপোর্ট ওয়েব ডেস্ক, 
 
মহিলা চিকিৎসককে খুন করে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয়ের কথায়, "বিনীত গোয়েল, ডিসি স্পেশাল সাজিশ করে আমাকে ফাঁসিয়েছে। ওদের জিজ্ঞেস করুন, ওরা সব জানে।" তার এহেন দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, এর আগে আদালতে দাঁড়িয়েও নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল সঞ্জয়। বলেছিল, “আমি যখন বলেছি, আমার কথা শোনেনি। আমি এতদিন চুপ ছিলাম। আমাকে ফাঁসানো হয়েছে। আমার নামে সব কিছু বার হচ্ছে। আমি কিন্তু রেপ অ্যান্ড মার্ডার করিনি। আমি বললাম যে আমাকে ফাঁসানো হচ্ছে। আমাকে সেখানেও যেতে দিল না। সরকার আমাকে ফাঁসাচ্ছে। আমাকে ভয় দেখাচ্ছে যে তুমি কিছু বলবে না। ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখাচ্ছে। আমি পুরোপুরি নির্দোষ।” এদিন রীতিমতো তৎকালীন কলকাতার পুলিশ কমিশনারের দিকে ষড়যন্ত্রের আঙুল তুলল সে।




প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্যাতিতার বাবা জানিয়েছেন, এতদিন বিভিন্ন সংবাদমাধ্যমে সঞ্জয় রায়ের অনেক ছবি তিনি দেখেছেন। তবে সামনাসামনি এই প্রথম অভিযুক্তকে দেখলেন। এই আবহে মিডিয়ায় যে ছবি দেখানো হয়েছে, তার সাথে সামনাসামনি অভিযুক্তের চেহারা মেলাতে পারেননি তিনি। এদিকে রিপোর্ট অনুযায়ী, গতকাল সাক্ষ্য দেওয়ার সময় ভেঙে পড়েছিলেন নির্যাতিতা চিকিৎসকের বাবা। তাঁর চোখে জল এসেছিল। ধরা গলায় নিজের বয়ান দেন তিনি। অভিযুক্তদের জন্য নির্দিষ্ট করা জায়গার দিকেও নাকি তাকিয়েছিলেন তিনি।



প্রসঙ্গত, ১১ নভেম্বর শুরু হওয়া এই বিচার প্রক্রিয়াটি রুদ্ধদ্বার কক্ষে হয়েছিলেন। নির্যাতিতার পক্ষে এদিন আদালতে হাজির ছিলে আইনজীবী বৃন্দা গ্রোভার। উল্লেখ্য, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, অভিযোগকারীর আইনজীবী আদালত কক্ষে হাজির থাকতে পারবেন বিচারপর্ব চলাকালীন। যদিও তিনি শুনানির সময় সওয়াল-জবাব করতে পারবেন না। তবে সাক্ষীদের বয়ান নেওয়া হয়ে গেলে পরে অভিযোগকরীর আইনজীবী তাঁদের সওয়াল-জবাব করতে পারবেন। আর এই মামলায় অভিযোগকারী নির্যাতিতার বাবা। এই আবহে 'ডিফ্যাক্টো আইনজীবী' হিসেবে আদালত কক্ষে ছিলেন বৃন্দা গ্রোভার।


Previous Post Next Post

نموذج الاتصال