১৫ ই নভেম্বরের পর থেকে পড়বে শীত ! উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা


স্পেশাল রিপোর্ট ওয়েব ডেস্ক, 

 সপ্তাহান্তে তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমবে। তবে পারদপতন হলেও শীতের আগমন নিয়ে কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।



হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণের কোথাওই বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার হেরফের হবে না বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। তার পর থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় নামতে পারে পারদ। তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তাপমাত্রা।



বৃহস্পতিবার সারা দিন পরিষ্কার থাকবে কলকাতার আকাশ। রাতের দিকে সামান্য কমতে পারে তাপমাত্রা। ওই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি বেশি। খানিক কমেছে শহরের সর্বনিম্ন তাপমাত্রা। বুধের ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি কম।



দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর। ভাসতে পারে উত্তরবঙ্গ। সেখানে দুই জেলায় আছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং ও কালিম্পং-এ। তবে, ভারী বৃষ্টি হবে না। এই দুই জেলায় হালকা বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দফতর।



আবহাওয়ার পরিবর্তন হবে ১৫ নভেম্বর থেকে। এই ১৫ নভেম্বর থেকে শীত পড়তে পারে বঙ্গে। ধীরে ধীরে কমতে শুরু করবে তাপমাত্রা। সব মিলিয়ে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে বলে জানা গিয়েছে। অনেকেরই আশা এবছর অন্যান্য বছরের থেকে বেশি শীত পড়বে। সব মিলিয়ে বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরে। তেমনই দক্ষিণ বঙ্গে আপাতত তারমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। এদিকে ১৫ নভেম্বরের পর থেকে নামতে পারে পারদ।




Previous Post Next Post

نموذج الاتصال