মহারাষ্ট্রে 288 বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছে 20 নভেম্বর এক দফায় ৷ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গড়তে লাগবে 145টি আসন ৷ সারা দেশের নজর এই মারাঠাভূমে বিধানসভার ফলাফলের দিকে ৷ বুথফেরত সমীক্ষা অনুযায়ী, মহাযুতি ও এমভিএ জোটের মধ্যে যে জোটই জয়ী হোক না কেন- তেমন উল্লেখযোগ্য ফারাক থাকবে না ৷ সমীক্ষা যদি সত্যি হয়, তাহলে কোন জোটের কাছেই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না ৷ ফলে ফের মহা-গোলমালের আশঙ্কা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ৷ এ রাজ্যে অবশ্য তা নতুন কোনও ঘটনা নয় ৷ 2019 সালে মহারাষ্ট্র বিধানসভা ভোটে অবিভক্ত শিবসেনা ও বিজেপি'র জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল । কিন্তু তারপর অনেক জল গড়িয়েছে ৷
অন্যদিকে, ঝাড়খণ্ড বিধানসভায় 81 আসনে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 42টি । 2019 বিধানসভা ভোটে প্রায় সাড়ে 35 শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পেয়েছিল জেএনএম-কংগ্রেস-আরজেডি'র ‘মহাগঠবন্ধন’ । মুখ্যমন্ত্রী হয়েছিলেন জেএমএম প্রতিষ্ঠাতা শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন । এবারও তিন দল একসঙ্গে লড়ই করছে । সঙ্গে রয়েছে বাম দল সিপিআইএমএল (লিবারেশন)। ঝাড়খণ্ডের রাজনীতিতে সাঁওতাল পরগনা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয় ৷ যে দলই ক্ষমতায় আসার চেষ্টা করুক না কেন, সেক্ষেত্রে এই সাঁওতাল পরগনার সমর্থন খুব জরুরি ৷ ঝাড়খণ্ডের ভবিষ্যৎ নির্ধারণে 81টি আসনের মধ্যে সাঁওতাল অধ্যুষিত 18টি আসনের অবদান উল্লেখযোগ্য ৷
মহারাষ্ট্র ও ঝড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফলের পাশাপাশি সারা দেশের নজর ওয়েনাড় লোকসভা আসনের উপনির্বাচনের দিকে ৷ কারণ রাহুল গান্ধির ছেড়ে দেওয়া আসেনে কংগ্রেস প্রার্থী তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধি ৷ যিনি প্রথমবার কোনও নির্বাচনে অংশ নিয়েছেন ৷ কংগ্রেস শিবির প্রিয়াঙ্কার জয়ের ব্যাপারে আশাবাদী।
মুখ্যমন্ত্রী হয়েছিলেন জেএমএম প্রতিষ্ঠাতা শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন । এবারও তিন দল একসঙ্গে লড়ই করছে । সঙ্গে রয়েছে বাম দল সিপিআইএমএল (লিবারেশন)। ঝাড়খণ্ডের রাজনীতিতে সাঁওতাল পরগনা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয় ৷ যে দলই ক্ষমতায় আসার চেষ্টা করুক না কেন, সেক্ষেত্রে এই সাঁওতাল পরগনার সমর্থন খুব জরুরি ৷ ঝাড়খণ্ডের ভবিষ্যৎ নির্ধারণে 81টি আসনের মধ্যে সাঁওতাল অধ্যুষিত 18টি আসনের অবদান উল্লেখযোগ্য ৷
মহারাষ্ট্র ও ঝড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফলের পাশাপাশি সারা দেশের নজর ওয়েনাড় লোকসভা আসনের উপনির্বাচনের দিকে ৷ কারণ রাহুল গান্ধির ছেড়ে দেওয়া আসেনে কংগ্রেস প্রার্থী তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধি ৷ যিনি প্রথমবার কোনও নির্বাচনে অংশ নিয়েছেন ৷ কংগ্রেস শিবির প্রিয়াঙ্কার জয়ের ব্যাপারে আশাবাদী।