দক্ষিণবঙ্গে গভীর নিম্নচাপ ! শনিবার সকাল থেকেই শুরু বৃষ্টিপাত


স্পেশাল রিপোর্ট ওয়েব ডেস্ক, 

আজ শনিবারই ঘূর্ণিঝড় ফেঙ্গলের (Cyclone Fengal) ল্যান্ডফল হতে চলেছে। প্রবল গতিতে তামিলনাড়ু (Tamil Nadu) এবং পুদুচেরির (Puducherry) উপকূল অঞ্চলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। যার প্রভাবে দক্ষিণ ভারতের কিছু রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর। তামিলনাড়ু, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, কেরল, কর্ণাটকে বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় ফেঙ্গল প্রভাবিত করেছে পশ্চিমবঙ্গের আবহাওয়াকেও (West Bengal Weather)। শনির সকাল থেকে কুয়াশাচ্ছন্ন রয়েছে রাজ্যের আকাশ। বইছে হালকা বাতাস। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে।


হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় (উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর) ফেঙ্গলের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও তা রাজ্যে শীতের উপর তেমন প্রভাব ফেলবে না। নভেম্বর শেষ হয়ে গেল। তাও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই শীতের তেমন দেখা নেই। শীতের প্রভাব আপাতত বেশি মাত্রায় পড়েছে দক্ষিণের বাঁকুড়া , পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম জেলায়।


উত্তরবঙ্গে এখন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরের জেলাগুলিতে মূলত শুকনো আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। কুয়াশার সমস্যা দেখা দিতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে।


শুক্রবার দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা ছিল নদিয়ার কৃষ্ণনগরে (১৪.২ ডিগ্রি সেলসিয়াস)। এ ছাড়া, শ্রীনিকেতনে ১৫.৫, আসানসোলে ১৫.৬, সিউড়িতে ১৫.২, ক্যানিংয়ে ১৭, ঝাড়গ্রামে ১৫, ব্যারাকপুরে ১৬.৪, বর্ধমানে ১৬.৪, মগড়ায় ১৬, দমদমে ২০ ডিগ্রিতে নেমেছিল পারদ।


দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ রয়েছে। তার অভিমুখ তামিলনাড়ুর উপকূলের দিকে। আগামী কয়েক ঘণ্টায় তার শক্তি আরও বাড়তে পারে। স্থলভাগে প্রবেশের সময়ে হাওয়ার বেগ হতে পারে সর্বোচ্চ ৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। তামিলনাড়ুর উপকূলে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।




Previous Post Next Post

نموذج الاتصال