স্পেশাল রিপোর্ট ওয়েব ডেস্ক, মথুরার বিখ্যাত বাঁকে বিহারী মন্দির। মন্দিরের ভিতর একটি হাতির ভাস্কর্য থেকে ফোঁটা ফোঁটা করে জল পড়ছিল। বাঁকে বিহারী মন্দিরের ভিতর হাতির শুঁড় থেকে জল পড়ছে, এটা ভগবান কৃষ্ণের ‘চরণামৃত’ ছাড়া আর কি বা হতে পারে? অন্ধ বিশ্বাসে সেই জল পান করা শুরু করেছিল ভক্তকুল। কেউ কেউ কাগজের কাপ এনে তা ভরে নিচ্ছিল, তারপর পান করছিল। কেউ কেউ এই ‘পবিত্র জলে’র ফোঁটা সরাসরি আঁজলা করেই পান করে নিচ্ছিল। কেউ কেউ তা মাথায় ছিটিয়ে প্রণাম করছিল। তারপর জানা গেল, ওটা মোটেই চরণামৃত নয়। ওই জল আসলে মন্দিরের একটি এয়ারকন্ডিশন যন্ত্র থেকে গড়িয়ে পড়া জল। আমাদের অনেকের বাড়ির এসি যন্ত্রেই এই সমস্যা দেখা যায়। আর যে জল যথেষ্ট দূষিতও বটে।
এদিকে, দেখা যাচ্ছে, যে ব্যক্তি এই ভিডিয়োর দৃশ্য ক্যামেরা বন্দি করছিলেন, তিনি ভক্তদের বলছিলেন যে এই জল এসির থেকে আসছে। এইভাবে সতর্ক করা সত্ত্বেও দেখা গেল, বহু ভক্তই ওই জল পান করতে এগিয়ে যান। ভিডিয়ো এক্স হ্যান্ডেলে আসতেই তা নিয়ে বেশ শোরগোল তৈরি হয়। ব্যাপক আলোচনা হয় এই ইস্যুতে। অনেকেই প্রশ্ন তোলেন, কেউ একবার কেন ভেবে দেখলেন না? এক লিভার বিষয়ক চিকিৎসক সতর্ক বার্তা দিয়ে জানান, এসি থেকে পড়া জল বিভিন্ন রকমের সংক্রমণকে জন্ম দিতে পারে। ফাঙ্গাস সহ নানান সংক্রমণ বাসা বাঁধতে পারে এর ফলে।
ভিডিওটি,৩রা নভেম্বর @BroominsKaBaap হ্যান্ডেলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। প্রায় সঙ্গে সঙ্গেই এই ভিডিওটি ঝড়ের বেগে ভাইরাল হয়। খবর লেখা পর্যন্ত এই ক্লিপটি ৩৮ লক্ষ কভিউ এবং ১৭ হাজার লাইক অর্জন করেছে। মন্দিরের কেয়ারটেকার আশিস গোস্বামী এব্যাপারে গুজবকে দায়ী করেছেন। তিনি বলেছেন, মানুষকে ভুল ধারনা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। মন্দিরের গর্ভগৃহে বসানো এসি থেকে জল পড়ছিল। এটা কখনওই চরণামৃত নয়। তিনি আরও বলেন, চরণামৃত শুধু মন্দিরের ভিতরেই পাওয়া যায়।