ফের ট্রেন দুর্ঘটনা ! হাওড়ার কাছে শালিমার এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত


 স্পেশাল রিপোর্ট ওয়েব ডেস্ক, ফের লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন। শালিমার ঢোকার আগে নলপুরে ঘটল অঘটন। সেকেন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসের  তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার ভোর ৬টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী ট্রেন  সেকেন্দ্রাবাদ থেকে শালিমারগামী ওই ট্রেনটি নলপুর স্টেশনের কাছে বেলাইন হয়।



"আজ সকাল 5.31 টায় খড়্গপুর ডিভিশনের নালপুর স্টেশনের মধ্য দিয়ে যাওয়ার সময় 22850 সেকেন্দ্রাবাদ-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেসের একটি পার্সেল ভ্যান এবং দুটি বগি লাইনচ্যুত হয়। রিপোর্ট অনুযায়ী, কোনও বড় আঘাত বা হতাহতের ঘটনা নেই," জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল৷ ট্রেনটি মাঝখান থেকে বাইরের ট্র্যাকে সরে যাওয়ার সময় লাইনচ্যুত হয়, কর্মকর্তারা জানিয়েছেন।




প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রচণ্ড জোরে বিকট শব্দ কানে আসে তাঁদের। কেঁপে ওঠে ট্রেনটি। তুমুল আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। হুড়োহুড়ি কাণ্ড বেঁধে যায়। জানা যাচ্ছে, ট্রেনটির যে লাইনে ঢোকার কথা ছিল সেখানে না ঢুকে পাশের লাইনে ঢুকে পড়ে ইঞ্জিন। যার ফলেই দুর্ঘটনাটি ঘটে। তবে ট্রেনের গতি কম থাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। এখন অবধি কোন হতাহতের খবর নেই। ঘটনাস্থলে পৌঁছেছে দক্ষিণ-পূর্ব রেল আধিকারিকেরা। যাত্রীরা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছে বলেই জানানো হচ্ছে।





তবে, বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। কারণ এক নম্বর ডাউন, দুনম্বর মেনলাইন এবং তিন নম্বর আপলাইন। সাধারণত অন্য এক্সপ্রেসও মেন লাইন হয়ে যায়। যদি ওই সময় মেল লাইনে কোনও গাড়ি থাকতো তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটত। কিন্তু শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পরেই আপ এবং ডাউন দুদিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়রা দ্রুত দুর্ঘটনাগ্রস্ত টেনের যাত্রীদের উদ্ধার করে। গাড়ির ব্যবস্থা করে মুম্বাই রোডে পাঠানো হয়। সেখান থেকে যে যার গন্তব্যস্থলে চলে যান। এদিকে আপ-ডাউন সমস্ত ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের।

Previous Post Next Post

نموذج الاتصال