সাংসদ হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী ! তিন গান্ধী করবে শাসন


 স্পেশাল রিপোর্ট ওয়েব ডেস্ক,

কেরলের ওয়ানাড সংসদীয় উপনির্বাচনে বিরাট জয়ের পর বৃহস্পতিবার সংসদে এলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। এদিন সকালে লোকসভার সাংসদ হিসেবে শপথ নিতে সংসদে আসেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন তাঁর মা সোনিয়া গান্ধী, দাদা রাহুল গান্ধী ও দলের সহকর্মীরা। এছাড়াও প্রিয়াঙ্কার ছেলে ও মেয়ে রায়হান এবং মিরায়া সংসদে আসেন।


সংসদে চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেছেন, “আমি ভীষণ খুশি।” এদিন সকালে বাড়ি থেকে বেরোনোর সময় ফুল দিয়ে প্রিয়াঙ্কাকে অভিবাদন জানানো হয়। ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় প্রিয়াঙ্কার গাড়ি। পরে হাতে সংবিধান নিয়ে, লোকসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছেন প্রিয়াঙ্কা। এছাড়াও নন্দেদ উপনির্বাচনে জয়ী রবীন্দ্র বসন্তরাও চাভানও লোকসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছেন।



উপ নির্বাচনে ৬.২২ লক্ষ ভোট পেয়েছেন প্রিয়াঙ্কা। নিকটতম CPM প্রতিদ্বন্দ্বী সত্যান মোকেরিকে ৪ লক্ষেরও বেশি ভোটে পরাজিত করেছেন, যা ২০২৪ সালের নির্বাচনের ব্যবধানের চেয়ে বেশি। জয়ের পরে প্রিয়াঙ্কা বলেছিলেন যে তিনি সংসদে জনগণের কণ্ঠস্বর হওয়ার জন্য তৈরি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'আপনারা আমার ওপর যে আস্থা রেখেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমি নিশ্চিত করব যে সময়ের সঙ্গে সঙ্গে আপনারা এই জয়কে সত্যিই আপনাদের জয় বলে মনে করবেন। আপনারা যাকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নিয়েছেন সে যে আপনাদের আশা এবং স্বপ্ন বোঝে, সেটাও বুঝবেন। আমি সংসদে আপনাদের কণ্ঠস্বর হওয়ার অপেক্ষায় আছি।’




কেরালার ওয়েনাড়ে উপনির্বাচনে বিপুল জয় কেবল প্রিয়াঙ্কার একার জয় না। নেহুরু পরিবারেরও একটি বিশাল সাফল্য। মা-মেয়ে-ভাই পরিবারের তিনজন সংসদে বড়সড় কামব্যাক নেহেরু পরিবারের মনে করছেন বিরোধীরা। ২০২৪-এর লোকসভা ভোটে ওয়েনাড় ও রায়বরেলী লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়েন রাহুল গান্ধী। দুই আসনেই জয়ী হন তিনি। তবে সংসদীয় এলাকা হিসাবে রায়বরেলীকেই বেছে নেন রাহুল। ফলে ওয়েনাড়ে উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে দাদার জয়ের ব্যবধান টপকে ৪ লক্ষের বেশি ভোটে জেতেন প্রিয়াঙ্কা। ২০২৪-এ লোকসভা ভোটে লড়েননি সোনিয়া গান্ধী। রাজ্যসভার সাংসদ হিসাবেই থাকতে চেয়েছেন। কিন্তু এবার তাঁর দুই সন্তানই লোকসভায়। 




Previous Post Next Post

نموذج الاتصال