KKR - এর মাস্টার প্লেয়ার রিঙ্কু সিং , পেলেন ২৪ গুন বেশি টাকা !


 স্পেশাল রিপোর্ট ওয়েব ডেস্ক,  বৃহস্পতিবার ২০২৫ সালের আইপিএল-এর জন্য রিটেইন করা ক্রিকেটারদের তালিকা জানিয়ে দিল গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। রিটেইনশনে সবচেয়ে বেশি অর্থ পেলেন রিঙ্কু। এই তারকা ব্যাটারকে ১৩ কোটি টাকা দিচ্ছে কেকেআর। রাসেল, নারিন ও বরুণ ১২ কোটি টাকা করে পাচ্ছেন। আনক্যাপড প্লেয়ার হর্ষিত ও রমনদীপ ৪ কোটি টাকা করে পাচ্ছেন। ৬ জন ক্রিকেটারকে রিটেইন করার পর এবার নিলামে বাকি ক্রিকেটারদের দলে নেবে কেকেআর।




কলকাতার হয়ে খেলেই নিজেকে প্রমাণ করেছেন রিঙ্কু। জায়গা করে নিয়েছেন ভারতীয় দলেও। ক্যাপড ক্রিকেটার হিসাবে তাঁকে রাখল কেকেআর। দিল ১৩ কোটি টাকা। বৃহস্পতিবার সমাজমাধ্যমে রিঙ্কু নিজের একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাঁকে কেকেআরের হেলমেট এবং জার্সিতে দেখা যাচ্ছে। যে ভিডিয়ো পোস্ট করে রিঙ্কু লিখেছেন, “হামারি প্রেম কাহানি তো অভি ব্যস শুরু হুই হে। পিকচার অভি বাকি হে মেরে দোস্তো।” অর্থাৎ, আমাদের প্রেম কাহিনি সবে শুরু হয়েছে, এখনও অনেক কিছু বাকি রয়েছে। কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ ছবিতে একটি সংলাপের সঙ্গে মিল রেখে এই লাইন লিখেছেন রিঙ্কু।




এর অর্থ, তাঁর দর ২৪ গুন বেড়ে গেল। রিটেইনশন নিয়ে আলোচনার সময় রিঙ্কু বলেছিলেন, ‘আমি যখন খেলা শুরু করেছিলাম, তখন ভাবতেই পারিনি এত টাকা রোজগার করতে পারব। আমি সেই সময় ছোট ছিলাম। তখন ৫-১০ টাকা পেলেই মনে হত এই টাকা যেভাবে হোক পেয়ে যাব। এখন আমি ৫৫ লক্ষ টাকা পাচ্ছি। এই টাকা আমার কাছে অনেক। ঈশ্বর আমাকে যা দিচ্ছেন, তাতেই খুশি থাকা উচিত। এটাই আমার ভাবনা।’ কিন্তু ভাবনার চেয়ে অনেক বেশি টাকা পাচ্ছেন রিঙ্কু।




৬ খেলোয়াড় ধরে রেখেছে KKR:

রিংকু সিং- ১৩ কোটি টাকা

বরুণ চক্রবর্তী- ১২ কোটি টাকা

সুনীল নারিন- ১২ কোটি টাকা

আন্দ্রে রাসেল-  ১২ কোটি টাকা

হর্ষিত রানা- ৪ কোটি টাকা

রমনদীপ সিং- ৪ কোটি টাকা

পার্স বাকি: ৫১ কোটি টাকা


Previous Post Next Post

نموذج الاتصال