নতুন ইনিংস শুরু করলেন ব্যাডমিন্টনের মহাতারকা পি ভি সিন্ধু


 নতুন ইনিংস শুরু করলেন ব্যাডমিন্টনের মহাতারকা, অলিম্পিক্সে জোড়া পদকজয়ী পি ভি সিন্ধু। সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় শাটলার। পাত্র বেঙ্কট দত্ত সাই। তেলুগু প্রথা মেনে বিয়ে হল। রবিবার বিয়ে উপলক্ষ্যে রাজস্থানের উদয়পুরে ছিল জমকালো অনুষ্ঠান। যে অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধুরা।




মঙ্গলবার সিন্ধুর বিয়ের রিসেপশন উপলক্ষ্যেও হায়দরাবাদে বসেছিল চাঁদের হাট। গচ্চিবৌলির কাছে আনভয়া কনভেনশন সেন্টারে বসেছিল রিসেপশনের আসর। তেলঙ্গনার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যপাল, রাজনৈতিক হেভিওয়েটদের ভিড় ছিল। সকলেই গিয়েছিলেন দেশকে বারবার গর্বের মুহূর্ত উপহার দেওয়া তারকাকে আশীর্বাদ করতে। সঙ্গে হাজির ছিলেন ব্যাডমিন্টন জগতের এক ঝাঁক তারকা। এইচ এস প্রণয় থেকে শুরু করে তানিশা ক্রাস্টো, নামী তারকাদের প্রায় সকলেই হাজির হয়েছিলেন।




সোমবার সকালে শেখাওয়াত নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'গতকাল সন্ধ্যায় উদয়পুরে বেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন, অলিম্পিয়ান পি ভি সিন্ধুর বিয়ের অনুষ্ঠানে হাজির হতে পেরে খুব আনন্দিত। আমার অভিনন্দন ও আশীর্বাদ জানিয়েছি নবদম্পতিকে। ওদের নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা।’



কলকাতা থেকে সিন্ধুর রিসেপশনে যোগ দিতে গিয়েছিলেন ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (BAI)-র ভাইস প্রেসিডেন্ট শেখর বিশ্বাস। বুধবার সকালে হায়দরাবাদ থেকে কলকাতায় ফিরলেন শেখর। এবিপি আনন্দকে তিনি বলছিলেন, 'মঙ্গলবার দুপুরে হায়দরাবাদে গিয়েছিলাম। তার আগে বেঙ্গালুরুতে সিনিয়র ন্যাশানল টুর্নামেন্ট চলছিল। সেখান থেকে কলকাতায় ফিরে ফের হায়দরাবাদে রওনা হই। আমার সঙ্গেই ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (BAI)-র সচিব সঞ্জয় মিশ্র, অন্যান্য ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজ্যের ব্যাডমিন্টন সংস্থার কর্তারাও গিয়েছিলেন।' 



Previous Post Next Post

نموذج الاتصال