'ক্ষমতার আসল কেন্দ্রবিন্দু' ছিলেন মনমোহন সিং


 দেশের ত্রয়োদশ প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। প্রধানমন্ত্রী হিসাবে ১০ বছর ধরে দায়িত্ব পালন করেছিলেন তিনি। যদিও তাঁর নেতৃত্বাধীন জোট সরকারের 'ক্ষমতার আসল কেন্দ্রবিন্দু' ছিল অন্যত্র। জীবনে একবার মাত্র লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন মনমোহন সিং। তাতে তিনি হেরেছিলেন। তবে সংস্কারক হিসেবে নিজের দর বুঝিয়েছিলেন মনমোহন। তাই নির্বাচনী রাজনীতির অংশ না হয়েও সংসদে তিনি থেকেছেন। এদিকে 'জননেতা' হয়ে উঠতে পারেননি তিনি। তবে এর জন্যেই হয়ত মনমোহন সিংকেই ২০০৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছিলেন সোনিয়া গান্ধী। এদিকে ইউপিএ জমানায় ক্যাবিনেটের উপর ছিল ন্যাশনাল অ্যাডভাইজরি কাউন্সিল। যা নিয়ে আজও বিতর্ক হয়।



১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর, অধুনা পাকিস্তানের গাহ্-তে জন্ম মনমোহন সিংয়ের। ১৯৪৮ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে ম্যাট্রিকুলেশন পাস করলেন মনমোহন। ১৯৫০-এ ইন্টারমিডিয়েটে হলেন ফার্স্ট ক্লাস ফার্স্ট। প্রতিটা কড়ির হিসেব রাখা সংসারে বড় হওয়া মনমোহন পছন্দের বিষয় ছিল অর্থনীতি ।১৯৫২ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক হলেন মনমোহন সিংহ। এবারও তিনি প্রথম স্থানে! তারও ২ বছর পরে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং যথারীতি ফার্স্ট ক্লাস ফার্স্ট। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় - কোনও পরীক্ষায় দ্বিতীয় হননি মনমোহন।  


মেধাবী মনমোহন স্কলারশিপ নিয়ে পাড়ি দেন ইংল্যান্ডে। ১৯৫৭ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্ট জন্স কলেজ থেকে অর্থনীতিতে BA ডিগ্রি অর্জন করেন তিনি। তারপর ফেরেন দেশে। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে শুরু করেন অধ্যাপনা। ১৯৬২-তে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ন্যুফিল্ড কলেজ থেকে D.Phil ডিগ্রি অর্জন করেন মনমোহন সিংহ। অধ্যাপক জীবনে পড়িয়েছেন দিল্লি স্কুল অফ ইকোনমিকস, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে।



দেশের মুদ্রা অর্থাৎ রুপিতে স্বাক্ষর করার সম্মান বা অধিকার সকলের নেই। একমাত্র রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নরই এই সম্মান পান। প্রতিটি নোটে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের স্বাক্ষর থাকে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পরিবর্তন হলে মুদ্রিত নোটে গভর্নরের স্বাক্ষরও পরিবর্তন হয়। নতুন গভর্নরের স্বাক্ষর যোগ হয় নোটে। প্রধানমন্ত্রী হওয়ার আগে মনমোহন সিং অর্থমন্ত্রীও ছিলেন। তবে রাজনীতিতে প্রবেশের আগে তিনি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসাবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৮২ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি আরবিআই-র গভর্নর ছিলেন তিনি। সেই সময় দেশের মুদ্রায় মনমোহন সিংয়ের স্বাক্ষর ছিল।


Previous Post Next Post

نموذج الاتصال