দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেয়ালের সাথে সংঘর্ষ হয় বিমানটির। এসময় বিমানটিতে মোট ১৭৫ জন যাত্রী ও ছয় জন ক্রু ছিলো। যাত্রীদের মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার আর দুজন থাই নাগরিক। জেজু এয়ারের বিমানটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ফেরত গিয়ে বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পতিত হয়।
বিমানবন্দরে অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যাওয়ার পর ১৮১ জনকে বহনকারী একটি বিমানের দু'জন ব্যতীত সকল যাত্রী নিহত হয়েছে বলে ধারণা করা হয়েছে, জরুরি অফিস জানিয়েছে। বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফিরছিল। রয়টার্স বিমানবন্দরের দমকল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, এখনও পর্যন্ত ৩৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, সংখ্যাটি চূড়ান্ত নয়।
শুরু হয়েছে উদ্ধারকাজ। সমস্ত যাত্রীকেই বিমান থেকে বের করার চেষ্টা করা হচ্ছে। স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ বিমানটি ভেঙে পড়ার অব্যবহিত পর থেকেই ঘটনাস্থলে একে একে হাজির হয় দমকলের ইঞ্জিন। অন্তত ৩২টি ইঞ্জিন সেখানে রয়েছে বলে জানা যাচ্ছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তৎপরতার সঙ্গে পুরো বিষয়টির মোকাবিলা করা হচ্ছে বলে স্থানীয় প্রশাসন ও বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে।
গত সপ্তাহেই কাজাখস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছিল। দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে ৬২ জন যাত্রী ও ৫ জন ক্রু মেম্বার ছিলেন। সব মিলিয়ে যাত্রীর সংখ্যা ছিল ৬৭ জন। যার মধ্যে ৩৭ জন আজারবাইজানের, ১৬ জন রাশিয়ার, কাজাখস্তানের ৬ জন ও অন্যান্য আরও ৩ যাত্রী ছিলেন। দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেই দুর্ঘটনার পর এবার দক্ষিণ কোরিয়াতেও ঘটে গেল ভয়ংকর দুর্ঘটনা।