দেবের বহু প্রতীক্ষিত ছবি ‘খাদান’ সুপারহিট ! বক্স অফিসে কোটি টাকা আয়


 বহুদিন পর ফের অ্যাকশনে দেব। আর এই জঙ্গলের 'রাজা' যে একা দেব-ই, তা তিনি ভালোভাবেই সেটা বুঝিয়ে দিয়েছেন। ক্রিসমাসের আগের উইকেন্ডেই মুক্তি পেয়েছে দেবের বহু প্রতীক্ষিত ছবি ‘খাদান’। প্রথমদিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। এখনও পর্যন্ত ৩.৫ লক্ষ দর্শক এই ছবি দেখেছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, এখনও অবধি 'খাদান'এর আয় ৮ কোটি ছাড়িয়ে গিয়েছে।



একের পর এক পোস্টে শুধু ‘খাদান’-এর হাউজফুল খবর। সুপারস্টার দেবের রব চারিদিকে। অনেকে মনে করছেন, এটাই সেরা পারফর্ম্যান্স। অনেক বলছেন কপি। কিন্তু তাতে কিস্যু এসে যায়নি বক্সঅফিসে (box office collection )। গত এক সপ্তাহ শেষে আট কোটির গণ্ডি ইতিমধ্যে টপকে ফেলেছে খাদান। ২৫ ডিসেম্বর অবধি ছিল সাড়ে ছ’কোটি! গত দু’দিেন আরও ২ কোটি!



দেবের (Dev actor) অবশ্য বক্সঅফিসে অর্থপ্রাপ্তি নয়, মানুষের ভালবাসাই তার কাছে পরম প্রাপ্তি। দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে বারবার ধন্যবাদ জানিয়েছেন দর্শককে। ‘খাদান’ হোক বা ‘বহুরূপী’র কাছে কে পিছিয়ে-কে এগিয়ে, এমনটা নয়। বিষয়টি যুদ্ধের নয়। বক্সঅফিস প্রতিযোগিতার দুই প্রতিযোগীর কাহন। ঠিক যেমন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (shiboprsad mukherjee, nandita roy) সাফল্যের কথা বলতে গিয়ে বলেন, 'বহুরূপী (bohurupi) শুধু একটি সিনেমা নয়, অনুভূতি। তাই সবাই এত ভালবেসেছে। এতদিন পরেও সিনেমাহল দর্শকে ভর্তি থাকছে, এটা স্বপ্নের মতো।’



সুজিত রিনো দত্ত পরিচালিত এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন দেব। দেব ছাড়াও এই ছবিতে যিনি প্রশংসা পেয়েছেন তিনি হলেন যীশু সেনগুপ্ত। এই ছবিতে প্রথমবার দেবের সঙ্গে জুটি বেঁধেছেন ইধিকা পাল। এপার বাংলায় এটিই ইধিকার প্রথম সিনেমা।   



Previous Post Next Post

نموذج الاتصال