স্পেশাল রিপোর্ট ওয়েব ডেস্ক,
নৃশংসতার চরম নিদর্শন কলকাতায়। সাত মাসের পথশিশুকে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের ঘটনা ঘটল উত্তর কলকাতার বড়তলা থানা এলাকায়। অভিযুক্তের হদিশ মেলেনি। পকসো ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে বড়তলা থানার পুলিশ। ফুটপাতে শুয়ে কাঁদছিল সাত মাসের এক শিশুকন্যা। যৌনাঙ্গে একাধিক ক্ষত। স্থানীয়েরা তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন।
৩০ নভেম্বর বেলা পৌনে দুটো নাগাদ বড়তলা থানা এলাকার এক বাসিন্দা দেখেন বাড়ির সামনে ফুটপাথে শুয়ে তারস্বরে কাঁদছে এক দুধের শিশু। আশপাশে কেউ নেই। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেন তিনি। একই সময় ফুটপাথবাসী এক দম্পতি তাঁদের সন্তানের খোঁজ শুরু করেন। খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ হন। পরে বোঝা যায়, ফুটপাথে কাঁদতে থাকা শিশুটিকে ওই ফুটপাথবাসী দম্পতিরই সন্তান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিনই থানায় সাত মাসের শিশুকন্যার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন ফুটপাত-নিবাসী এক দম্পতি। কয়েক ঘণ্টার মধ্যে তাকে ওই অবস্থায় পাওয়া যায়। ফুটপাতের যেখানে শিশুটিকে পাওয়া যায়, সেখান থেকে মাত্র ১০০ মিটার দূরেই তাদের বাস। পুলিশের মাধ্যমে খবর পেয়ে তড়িঘড়ি ছুটে এসে মেয়েকে শনাক্ত করেন বাবা-মা। নির্যাতিতা শিশুর সারা শরীরে একাধিক ক্ষত রয়েছে। এখনও চিকিৎসা চলছে তার।
ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। থানায় অভিযোগ দায়ের করেছেন শিশুটির মা। ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ৬৫(২) এবং শিশু সুরক্ষা আইন (পকসো)-এর ৬ নম্বর ধারায় একাধিক মামলা দায়ের হয়েছে। তবে কে বা কারা ওই ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। অভিযুক্তকে শনাক্ত করতে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।