রাজ্যে পাসপোর্ট কেলেঙ্কারির ঘটনায় অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ । ধৃতের নাম মনোজ গুপ্তা । তাঁকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা গ্রেফতার করেছে ।গতকাল রাত দেড়টা নাগাদ উত্তর 24 পরগনার চাঁদপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন এসটিএফের এক উচ্চপদস্থ আধিকারিক । লালবাজার সূত্রের খবর, মনোজ গুপ্তা সীমান্তবর্তী এলাকায় থাকতেন ৷ সেখান থেকেই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের নকল নথিপত্র দিয়ে ভারতে ঢোকার ব্যবস্থা করতেন তিনি
লক্ষ লক্ষ টাকার ভুয়ো নথি দিয়ে জাল পাসপোর্ট বানিয়ে দিচ্ছে একটি চক্র। এই সন্দেহ থেকেই তদন্তে নামে কলকাতা পুলিশ। শহর ও শহরতলির একাধিক জায়গায় হানা দেন তদন্তকারীরা। মাস দুয়েক আগেই ভবানীপুর থানায় একটি পাসপোর্ট জালিয়াতির অভিযোগ হয়। সেই মামলার সূত্র ধরেই গতকাল মাঝরাতে মনোজকে গ্রেফতার করে পুলিশ। মনোজের বাড়ি ঠাকুরপুকুর থানার শীলপাড়া এলাকায়।
আদালতের ধমক খাওয়ার পর থেকেই ভুয়ো পাসপোর্ট নিয়ে কড়া অবস্থান নিয়েছে লালবাজার। পাসপোর্টের পুলিশি যাচাই নিয়ে থানার ওসিদের একাধিক নির্দেশ দিয়েছেন নগরপাল মনোজ ভার্মা। পাসপোর্ট নিয়ে আরও কড়া লালবাজার। পাসপোর্ট ভেরিফিকেশনের সময় যাতে কোনও গোলযোগ না হয়, কোন বিষয় এড়িয়ে না যায় তা ভাল করে যাচাই করতে বলা হয়েছে। প্রতিটি থানার ওসির কাছে গিয়েছে নির্দেশ। যিনি পাসপোর্টের জন্য আবেদন করছেন তার কোন অপরাধমূলক কেস আছে কিনা তাও গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে।