সন্দেশখালির সভামঞ্চে দাঁড়িয়ে মহিলাদের উদ্দেশে বড় বার্তা মুখ্যমন্ত্রীর


 সন্দেশখালির সভামঞ্চে দাঁড়িয়ে মহিলাদের উদ্দেশে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, 'কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না'। একই সঙ্গে, সন্দেশখালির ঘটনা নিয়ে বেশি কথা না বললেও, স্বল্পভাষণেই বিজেপিকে নিশানা করেন তিনি। 


সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে যোগ দিতেই মূলত সন্দেশখালি গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সন্দেশখালিতে গিয়ে সেখানকার বিতর্কিত ঘটনা নিয়ে কথা বলবেন না, এটা হবে না। সন্দেশখালির মহিলাদের উদ্দেশে সতর্কবার্তা দেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট বলেন, ''কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। মেয়েরা, কেউ ডাকল আর চলে গেলেন, এমনটা করবেন না।'' 



সন্দেশখালিতে ১২৩ কোটি টাকা খরচ করে ৬৬টি নতুন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর। রাস্তা, বাঁধ, স্বাস্থ্যকেন্দ্র, ব্রিজ-সহ একাধিক পরিষেবার ঘোষণা। সন্দেশখালির মা-বোনেদের উদ্দেশ্যেও ইঙ্গিতপূর্ণ বার্তা মমতার। একাধিক ইস্যুতে একযোগে বিঁধলেন সিপিএম ও বিজেপিকে।


কাছাকাছি পরিষেবা দিতে আগামিদিনে সন্দেশখালিতে নতুন মহকুমা হবে বলে আশ্বাস মুখ্যমন্ত্রীর। আবাসের টাকা নিয়ে সন্দেশখালি থেকে কেন্দ্রকে নিশানা মমতার। তিনি আরও বলেন, "জিএসটির টাকা থেকে বাংলার বাড়ি প্রকল্পের খরচ করি। ৪৫০০ কোটি খরচ করে বাংলায় জল প্রকল্প হয়েছে। মা-বোনেরা যতদিন বাঁচবেন, লক্ষ্মীর ভাণ্ডার পাবেন।”


সন্দেশখালিতে গ্রামীণ হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানো হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। ২৬ জানুয়ারির পর নতুন করে সন্দেশখালি-সহ দুর্গম এলাকাগুলিতে ফের দুয়ারে সরকার শিবির করতে মুখ্যসচিবকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত দুয়ারে সরকার চলবে। দুয়ারে সরকারের মাধ্যমেই জাতিগত শংসাপত্রের সমস্যা মেটানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী।




Previous Post Next Post

نموذج الاتصال