বছর শেষে ফের ট্রেন ভোগান্তির আশঙ্কা ! একাধিক ট্রেন বাতিল


 বছর শেষে ফের ট্রেন ভোগান্তির আশঙ্কা। হাওড়া স্টেশনের অদূরে বেনারস সেতু সংস্কারের কাজ শুরু করেছে পূর্ব রেল। তার জেরেই বাতিল থাকছে গুচ্ছ গুচ্ছ ট্রেন। হাওড়া ব্যান্ডেল শাখায় ৪২ দিনে ৩০ জোড়া লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রায় প্রতি দিনই সমস্যায় পড়ছেন অফিস যাত্রীরা। রেলের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভও উগরে দিচ্ছেন যাত্রীদের একাংশ। 


রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, হাওড়া এবং লিলুয়া স্টেশনের মাঝে বেনারস সেতু সংস্কারের কাজে চলবে। সেই জন্য ২১ ডিসেম্বর থেকে পাওয়ার ব্লক নিয়ে কাজ শুরু হয়েছে। যার জন্য বন্ধ রাখা হয়েছে ট্রেন পরিষেবা। একাধিক লোকাল ট্রেন বাতিলের কারণে যাত্রী হয়রানি আশঙ্কা করে চার জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ২৮ ডিসেম্বর, শনিবার থেকেই সেই ট্রেন চলবে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত।




২৮ ডিসেম্বর বাতিল-  তারকেশ্বর থেকে 37352, 37354, হাওড়া থেকে 37349, 37351


২৯ ডিসেম্বর বাতিল-  তারকেশ্বর থেকে 37312, 37314, 37316, 37318, 37320, 37322, 37412, 31416, গোঘাট থেকে 37372, আরামবাগ থেকে 37360, হরিপাল থেকে 37308, সিঙ্গুর থেকে 37304, হাওড়া থেকে 37371, 37309, 37311, 37313, 37315, 37319, 37359, 37303, 37307, শেওড়াফুলি থেকে 37411, 37415। এছাড়াও 37373 হাওড়া-গোঘাট লোকাল কাল ২৯ ডিসেম্বর রবিবার তারকেশ্বর থেকে ছাড়বে । ট্রেনটি হাওড়া-তারকেশ্বর রুটে আংশিক বাতিল থাকবে । যাত্রী সাধারণের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেছে ভারতীয় রেল ৷ তবে যাত্রীরা যাতে আগে থেকে ট্রেন বাতিল সম্পর্কে অবগত থাকেন তার জন্য বিজ্ঞপ্তি দিয়ে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে ৷


হাওড়া বিভাগের হরিপাল ও নালিকুল স্টেশনে ব্রিজের কাজের জন্য একাধিক লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিল পূর্বরেল। এর জেরে ওই লাইনে আজ ২৮ ডিসেম্বর শনিবার ও কাল ২৯ ডিসেম্বর রবিবার লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হতে পারে বলে যাত্রীদের আশঙ্কা।  


চলছে চার জোড়া স্পেশ্যাল ট্রেন। এদিন থেকেই সেই ট্রেনগুলি চলছে। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। হাওড়া ব্যান্ডেল শাখায় সকাল ও সন্ধ্যে আপ-ডাউনে চলবে এই ট্রেনগুলি। তবে তাতে ভোগান্তি শেষ পর্যন্ত কতটা কমবে তা নিয়ে সন্দিহান নিত্যযাত্রীরা। এই শাখায় রোজ যাতায়াত করেন কান্তি চক্রবর্তী। চিন্তায় তিনিও।  বলছেন, “প্রচুর সমস্যা হচ্ছে। সকলেরই সমস্যা। অফিসে তো ঠিক টাইমে পৌঁছানো যাচ্ছে না। বসের বকুনি খেতে হচ্ছে। স্পেশ্যাল ট্রেন চালানো হলে খুবই ভাল। কিন্তু, তাতে কতটা সমস্যা সমাধান হোক দেখা যায়। এখন তো আমরা সমস্যায় পড়ছি। রেল কাজ করছে করুক। কিন্তু, ট্রেন যাতে টাইমে চলে সেটা দেখা হোক।”

Previous Post Next Post

نموذج الاتصال