দেশজুড়ে পালিত হল ৭৬ তম সাধারণতন্ত্র দিবস


 প্রতি বছর ২৬ জানুয়ারি দেশজুড়ে পালিত হয় সাধারণতন্ত্র দিবস, যা গণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস নামেও পরিচিত। এই বছর ৭৬ তম ভারতে সাধারণতন্ত্র দিবস। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলে, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়।


সংবিধানের সহযোগিতায়, এদিন একটি গণতান্ত্রিক, প্রজাতন্ত্র ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে গড়ে উঠেছিল ভারতবর্ষ। তাই এই জাতীয় দিবস, জাতি-ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের কাছে খুবই স্পেশাল। 


তৃতীয়বারের মত সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, এবার রাজ্যের লক্ষ্য 'শিল্প।' যদিও বিধানসভা ভোটের পর, লোকসভা ভোটে এক অন্য সমীকরণই ধরা পড়ে। লোকসভা ভোটের প্রচারে এসে বিরোধী দলের শীর্ষ নের্তৃত্বের মুখে শোনা যায়, লক্ষ্মীর ভাণ্ডারের কথা। যে ভোট জিতলে তৃণমূল সরকারের থেকে অনেক বেশি টাকা দেবে বিরোধী দলের সরকার। কিন্তু চব্বিশের ভোটের পর যাবতীয় সমীক্ষাকে কুপোকাৎ করে বাংলায় ওঠে ফের সবুজ ঝড়। ভোট বিশ্লেষণের আলোয় এসে পড়ে 'লক্ষ্মীর ভাণ্ডার।' এখানেই শেষ নয়, মহারাষ্ট্রে বিরোধী জোটে ইস্তেহারে মহিলাদের ৩ হাজার টাকা ভাতা ঘোষণা করা হয়েছে। নাম দেওয়া হয়েছে মহালক্ষ্মী যোজনা।


দিল্লি পুলিসের বাড়তি নজর সাদা পাউডারের দিকে। গত বছরের পশ্চিমবিহার এবং রোহিনীর দুটি ব্লাস্টে মিলেছিল সাদা পাউডার। তাই এবার কুচকাওয়াজের কাজে কোনও রকমের সাদা পাউডারের প্রয়োগ নিষিদ্ধ করেছে দিল্লি পুলিস। মোতায়েন করা হয়েছে ফ্লাইং ফরেন্সিক টিম। কোথাও সন্দেহজনক সাদা পাউডার দেখতে পেলেই যাতে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে সেটা পরীক্ষা করতে পারেন।



Previous Post Next Post

نموذج الاتصال