প্রয়াগরাজে শুরু হল ঐতিহাসিক মহাকুম্ভ মেলা! দীর্ঘ ১২ বছর পর পুণ্যযোগ


 প্রয়াগরাজে শুরু হল ঐতিহাসিক মহাকুম্ভ মেলা! দীর্ঘ ১২ বছর পর পুণ্যযোগ। ভোরের আলো ফুটতে না ফুটতেই দলে দলে মানুষ শাহি স্নান সারলেন। তালিকায় যেমন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যোগী সাধুরা রয়েছেন। তেমনই আছেন সাধারণ মানুষও। এমনকী বিদেশ থেকেও বহু মানুষ এসেছেন তাঁরা সকাল সকাল ঠান্ডা উপেক্ষা করেই সেরেছেন স্নান।



কার্যত আবেগে ভাসছে মায়ানগরি প্রয়াগরাজ। রাশিয়া থেকে এবারই প্রথম মহাকুম্ভে (Mahakumbh Mela 2025) এসেছেন এক তরুণী! লাখো লাখো মানুষের ভিড় আর আবেগ দেখে আপ্লুত তিনিও। বলছেন, এটাই আসল ভারত... মানুষের এমন উৎসাহ দেখে আমি পুরো আপ্লুত... রীতিমত গোটা শরীর আমার কাঁপছে বলেও উল্লেখ ওই তরুণীর।





পাঁচ বছর অন্তর ভারতের চার পুণ্যস্থানে হয় কুম্ভমেলা। এবারে প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে ৪০ কোটি পুণ্যার্থীর জন্য গড়ে তোলা হয়েছে এক অস্থায়ী নগরী। ১৫ বর্গমাইল এলাকার সেই নগরীর আয়তন নিউইয়র্ক নগরের ম্যানহাটান বরো এলাকার দুই–তৃতীয়াংশ। ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভারতে হিন্দু পুণ্যার্থীদের সবচেয়ে বড় সমাবেশ।



পর্যটন মন্ত্রক মহাকুম্ভে একটি পাঁচ হাজার বর্গফুটের 'ইন্ডিয়া প্যাভিলিয়ন' স্থাপন করেছে। যেটি মূলত বিদেশি পর্যটক, পণ্ডিত, গবেষক, ফটোগ্রাফার, সাংবাদিক, প্রবাসীদের সাহায্যের জন্য তৈরি। কুম্ভমেলার ঐতিহ্য এবং তাৎপর্যের পঠনপাঠন ও প্রচারে এই মণ্ডপ বা প্যাভিলিয়ন বিশেষ ভাবে কাজে আসবে।


Previous Post Next Post

نموذج الاتصال