শিয়ালদহ-ডানকুনি লাইনে টানা ১০০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে


 শিয়ালদহ-ডানকুনি লাইনে আগামী ২৩ শে জানুয়ারি থেকে ২৬ শে জানুয়ারি পর্যন্ত মোট ১০০ ঘন্টার মেগা পাওয়ার ব্লক করা হচ্ছে। এর ফলে একঝাঁক লোকাল ট্রেনের পাশাপাশি বেশ কিছু এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়েছে। একইসাথে কিছু এক্সপ্রেস ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। রেল লাইনে কাজের জন্যই এই ‘মেগা ব্লক’ বলে জানানো হয়েছে। কাজ মিটে গেলে লাইনে গাড়ির গতি বাড়বে বলে রেলের আশ্বাস।


সোমবার শিয়ালদহের ডিআরএম সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝে ৯৫ বছরের প্রাচীন ব্রিজের মেরামতির প্রয়োজন। ওই রুটে সম্পূর্ণ পাওয়ার ব্লক করে কাজ চলবে। সেই কারণে টানা ১০০ ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। আগামী ২২ জানুয়ারি রাত ১২টা থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত শিয়ালদহ-ডানকুনি শাখায় ট্রেন চলাচল করবে না। ওই সময়ের মধ্যে ২২ জোড়া ডানকুনি লোকাল ট্রেন বাতিল করা হবে।


শুধু লোকাল ট্রেন নয়, বেশ কয়েকটি এক্সপ্রেসও বাতিল থাকবে ওই চার দিন। সেই তালিকায় রয়েছে কলকাতা-পটনা গরিবরথ, তেভাগা এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস, ডিব্রুগড়-কলকাতা এক্সপ্রেস, শিয়ালদহ-জঙ্গিপুর রোড এক্সপ্রেস, শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি, কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস এবং কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস।


তবে ১৭ জোড়া এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন ডিআরএম। জম্মু-তাওয়াই এক্সপ্রেস, বিকানের দুরন্ত, অনন্যা এক্সপ্রেস, শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, শিয়ালদহ-অজমের এক্সপ্রেস, প্রতাপ এক্সপ্রেসের মতো ট্রেনের যাত্রাপথ ডানকুনির বদলে দমদম-নৈহাটি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।


যাত্রীদের ক্ষোভ, এই লাইনে এমনিতেই খুব কম সংখ্যক ট্রেন রয়েছে। তার পাশাপাশি বেশিরভাগ ট্রেন দেরিতে চলে। তার পরেও ট্রেন চলাচল বন্ধ থাকলে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হবে।

Previous Post Next Post

نموذج الاتصال