সইফ আলি খানকে ছুরির আঘাত ! তাঁর বাড়িতে ডাকাতির চেষ্টা


 মুম্বইয়ের বান্দ্রায় অভিনেতা সইফ আলি খান ও করিনা কাপুর খানের বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছে বলে জানা গিয়েছে। সেই সময় পরিবারের সব সদস্যরা ছিলেন গভীর ঘুমে। তারই মাঝে ঘটে যায় এই অপ্রত্যাশিত ঘটনাটি। 


একটি সূত্র জানায়, '১৫ জানুয়ারি ভোরে ঘটনাটি ঘটে। ডাকাতদের আটকাতে গিয়ে সইফ আহত হন। যখন ডাকাতির চেষ্টা করা হয়, তখন সইফ এবং পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির সময় সইফকে ছুরিকাঘাত করা হয়। যাতে গুরুতর জখম হন অভিনেতা। বর্তমানে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


বাড়ির বাসিন্দারা জেগে ওঠার পর ডাকাতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং পুলিশ তাদের খুঁজে বের করার চেষ্টা করছে। বান্দ্রা পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করার প্রক্রিয়াধীন রয়েছে এবং অপরাধীকে গ্রেপ্তারের জন্য বেশ কয়েকটি পুলিশ দল গঠন করা হয়েছে।


এই প্রসঙ্গে মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম বলেন, “এক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সইফ আলি খানের বাড়িতে ঢোকেন। তার পর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসা চলছে। তদন্ত চলছে।”


একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বাড়িতে দুষ্কৃতী ঢোকার পরেই পরিচারকেরা চিৎকার শুরু করেন। সেই সময় ঘুমোচ্ছিলেন অভিনেতা। চিৎকার শুনে তিনি বাইরে বেরিয়ে আসেন। প্রথমে ওই দুষ্কৃতীর সঙ্গে তর্কাতর্কি হয় তাঁর। তার পরেই দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে অভিনেতার পরিচারকেরা এবং পরিবারের অন্য সদস্যেরা সইফকে হাসপাতালে নিয়ে যান।


তাঁর শরীর থেকে ২-৩ ইঞ্চি লম্বা একটি ধারালো বস্তু বার করা হয়েছে। ওই ধারালো বস্তুটি ছুরির অংশ বলে জানা যাচ্ছে। বর্তমানে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসা চলছে অভিনেতার। তাঁর কসমেটিক সার্জারিও করা হবে। সাইফের ঘাড় ও মেরুদণ্ডের কাছে গুরুতর চোট রয়েছে বলে জানা গিয়েছে।

Previous Post Next Post

نموذج الاتصال