আর মাত্র কয়েকন ঘন্টার অপেক্ষা! আজ শনিবার দুপুরেই আরজি কর মামলার রায় ঘোষণা হতে চলেছে। কর্তব্যরত অবস্থায় চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের কি সাজা হয় সেদিকেই তাকিয়ে আজ গোটা রাজ্য। শুধু রাজ্যই নয়, আদালতের নির্দেশের দিকে তাকিয়ে দেশও। ইতিমধ্যে যদিও ধৃত সিভিল ভলান্টিয়ারের সর্বোচ্চ সাজা দেওয়ার পক্ষে সওয়াল করেছে সিবিআই।
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের সঙ্গে ধর্ষণ ও খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে সশরীরে শিয়ালদা আদালতে হাজির করানো হবে? নাকি নিরাপত্তার কথা কি মাথায় রেখে তাকে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ভার্চুয়ালি আদালতে পেশ করা হবে, সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা সম্ভব হয়নি।
নভেম্বর থেকে আরজি কর মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাসের এজলাসেই। বিচারক সিদ্ধান্ত নিয়েছিলেন, আরজি কর মামলার বিচারপক্রিয়া রুদ্ধদ্বার কক্ষে চলবে। সেই মতো রুদ্ধদ্বার বিচার প্রক্রিয়া চলেছে। জানা গিয়েছে, এই নারকীয় অত্যাচারের ঘটনায় সাক্ষ্যগ্রহণ করা হয়েছে প্রায় 50 জনের।
মামলায় সাক্ষ্য দিয়েছেন নিহত চিকিৎসকের পিতা, সিবিআইয়ের তদন্তকারী অফিসার, কলকাতা পুলিশের তদন্তকারী অফিসার, ফরেন্সিক বিশেষজ্ঞ এবং নিহতের কয়েক জন সহপাঠী। তার পর কেটে গিয়েছে প্রায় ছয় মাস। আজ আরজি করের মহিলা চিকিৎসকের সঙ্গে ধর্ষণ ও খুনের মামলায় বিচারক অনির্বাণ দাস কী রায় দেবেন, তার দিকেই তাকিয়ে এখন গোটা দেশ।