'মোস্ট এলিজিবল ব্যাচেলার'-এর তকমা ঘুচল ! বিয়ে করলেন নীরজ চোপড়া


 'মোস্ট এলিজিবল ব্যাচেলার'-এর তকমা ঘুচল। মিডিয়াকে ঘুণাক্ষরে জানতে না দিয়ে গোপনে বিয়ে সারলেন নীরজ চোপড়া। রবিবার ইনস্টাগ্রামে নিজেই বিয়ের কথা জানালেন অলিম্পিকে জোড়া পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার। 



একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সেরে নিলেন ভারতের থ্রো তারকা অ্যাথলিট এবং অলিম্পিক্সে দু'বার পদকজয়ী নীরজ চোপড়া। রবিবার তাঁর অনুরাগী এবং সতীর্থদের জন্য একটি আনন্দদায়ক খবর দিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন নীরজ। ২৬ বছর বয়সি এই অ্যাথলিট তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে হিমানি মোরের সঙ্গে গাঁটছড়া বাঁধার খবর জানিয়েছেন। নীরজের বিয়ে একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানে সম্পন্ন হয়েছে। যেখানে তাঁর পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ ব্যক্তিরা ছিলেন। কাউকে বিয়ের ব্যাপারে আগাম খবর না দিলেও, সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের কিছু ঝলক শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছেন নীরজ। 



অলিম্পিক্সের জোড়া পদক জয়ী জ্যাভেলিন থ্রোয়ারের স্ত্রীর নাম হিমানি মোর। সোনিপতের হিমানি ইউএসএতে পড়াশোনা করেন। নীরজের কাকা ভীম সিং সংবাদ সংস্থাকে বলেছেন, ‘দেশেই বিয়ে হয়েছে নীরজের। এখন ওরা হনিমুনে চলে গিয়েছে। কোথায় সেটা জানি না।’



হিমানি ফ্র্যাঙ্কলিন পিয়ার্স বিশ্ববিদ্যালয়ে সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন। কলেজে মেয়েদের টেনিস দলের গুরুত্বপূর্ণ সদস্য হিমানি। জানা গিয়েছে, বর্তমানে স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন হিমানি। বিয়ের পর হানিমুনেও চলে গিয়েছেন নব দম্পতি। নীরজের কাকা ভীম চোপড়া একটি সংবাদ সংস্থাকে বলেন, ‘ওরা ইতিমধ্যেই হানিমুন করতে বিদেশে চলে গিয়েছে। তবে কোথায় গিয়েছে, সেটা আমি বলতে পারব না। আমরা এই ব্যাপারে গোপনীয়তা বজায় রাখতে চাইছি।’


Previous Post Next Post

نموذج الاتصال