ফের একগুচ্ছ ট্রেন বাতিলের খবর! হাওড়া-ব্যান্ডেল শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল


 ফের একগুচ্ছ ট্রেন বাতিলের খবর! হাওড়া-ব্যান্ডেল শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত এই ট্রেন বাতিল করা হয়েছে। ইতিমধ্যে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে হাওড়া-ব্যান্ডেল শাখায় বহু লোকাল ট্রেন বাতিলের কথা বলা হয়েছে।


রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ২৩ জানুয়ারি থেকে রবিবার ২৬ জানুয়ারি পর্যন্ত এই একাধিক লোকাল বাতিল থাকছে। বাতিল থাকছে হাওড়া থেকে ব্যান্ডেল শাখায় ১৫ জোড়া, শেওড়াফুলি থেকে হাওড়া শাখায় ১১ জোড়া, বেলুড় থেকে হাওড়া ২ জোড়া, শেওড়াফুলি থেকে হাওড়া শাখায় ১১ জোড়া এবং হাওড়া থেকে শ্রীরামপুর ২ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অন্যদিকে মাতৃভূমি লোকাল, ব্যান্ডেল হাওড়া লেডিজ স্পেশাল বাতিল থাকবে বলেও রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এতগুলি লোকাল ট্রেন বাতিলে চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা থাকছে। যদিও রেলের দাবি, প্রয়োজন অনুযায়ী স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে রেলের তরফে জানানো হয়েছে। জানা যাচ্ছে, হাওড়া রেল ইয়ার্ডের কাছে একটি কন্ট্রোল রুম করতে চায় রেল। আর সেখানে বসেই ইন্টারলকিং সিগন্যাল সিস্টেম নিয়ন্ত্রণ করা হবে।


পাশাপাশি একাধিক কাজ করা হবে ট্রেনের গতি এবং নিরাপত্তার কথা মাথায় রেখে। আর সেজন্য সালকিয়ায় ১২০ বছরের পুরানো বেনারস ব্রিজ এবং হাওড়া ময়দানের চাঁদমারি ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Previous Post Next Post

نموذج الاتصال