মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তান থেকে এই খুনের হুমকির ইমেল পাঠানো হয়েছে কপিল শর্মা সহ রাজপাল, রেমো সবাইকে। খুনের হুমকি পাওয়ার ঘটনায় অম্বালি থানায় অভিযোগ দায়ের করেন কপিল শর্মা। এই ঘটনায় ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ৩৫১ (৩) ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় তদন্তও ইতিমধ্যে শুরু করে দিয়েছে মুম্বই পুলিশ।
পুলিশ সূত্রে খবর, কপিল শর্মা যে ইমেইলটি পেয়েছেন, তাতে লেখা রয়েছে বলিউড অভিনেতার সমস্ত গতিবিধির উপরে নজর রাখা হচ্ছে। এটাকে উড়ো ইমেইল হিসাবে যেন গণ্য না করা হয়, বরং গুরুত্ব দিয়েই দেখা হয়। হুমকি ইমেইলের নিচে ‘বিষ্ণু’ উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ৮ ঘণ্টার মধ্যে যদি রিপ্লাই না করেন, তবে ব্যক্তিগত ও কর্মক্ষেত্রে চরম মাশুল দিতে হবে।
সম্প্রতিই একের পর এক সেলিব্রিটি দুষ্কৃতী-গ্যাংস্টারদের নিশানায় এসেছেন। সলমন খানকে দীর্ঘদিন ধরেই প্রাণনাশের হুমকি দিচ্ছে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। রাজনীতিক বাবা সিদ্দিকির খুনেও বিষ্ণোই গ্যাংয়ের হাত ছিল। এদিকে, গত সপ্তাহেই সইফ আলি খানের উপরেও হামলা হয়। অসৎ উদ্দেশ্যে তাঁর বাড়িতে ঢুকে ৬ বার কোপ মারে বাংলাদেশি হামলাকারী।