বলিউডের প্লে-ব্যাক গায়ক অরিজিৎ সিং পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন। দেশের ৭৬তম প্রজাতন্ত্র দিবসের আগের দিন তাঁকে এই সম্মান জানানো হয়েছে। প্রসঙ্গত, দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান হল এই পদ্মশ্রী। চলতি বছর মোট ১৩৯ ভারতীয়কে এই পদ্ম পুরস্কার দেওয়া হচ্ছে। এরমধ্যে সাতজনকে পদ্ম বিভূষণ, ১৯ জনকে পদ্ম ভূষণ এবং ১১৩ জনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হচ্ছে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বাংলা থেকে অরিজিতের পাশাপাশি আরও অনেকেই পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। সেই তালিকায় নাম রয়েছে অভিনেত্রী মমতা শঙ্কর, ঢাকি গোকুলচন্দ্র দাস, শিক্ষাবিদ নগেন্দ্রনাথ রায়, শিল্পপতি পবন গোয়েঙ্কা, শিল্পপতি সজ্জন ভজাঙ্কার, ধর্মগুরু স্বামী প্রদীপ্তানন্দ (কর্তিক মহারাজ), শিল্পী তেজেন্দ্রনারায়ণ মজুমদার এবং সমাজসেবী বিনায়ক লোহানি।
শিল্প জগত থেকে ২০২৫ সালে পদ্মশ্রী পাচ্ছেন গুজরাটি কত্থক শিল্পী কুমুদিনি লাখিয়া, ভায়োলিনিস্ট লক্ষ্মীনারাণ সুব্রহ্মণ্যম, বিহারের শাস্ত্রীয় সংগীত শিল্পী শারদা সিনহা, যিনি ২০২৪ সালের নভেম্বর মাসে প্রয়াত হয়েছেন। মরণোত্তর পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন পঙ্কজ উদাস। ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি প্রয়াত হন তিনি। পদ্মশ্রী প্রাপকের তালিকায় নাম রয়েছে দক্ষিণী অভিনেতা ও রেসিং দুনিয়ার তারকা অজিত কুমারের। এছাড়াও আছেন অভিনেতা শেখর কাপুর, অভিনেত্রী ও ভারতনাট্যম শিল্পী শোভনা।
দেশ বিদেশে অরিজিতের খ্যাতি আকাশছোঁয়া। কিন্তু তিনি বরাবর থাকেন মাটির কাছাকাছি। দেশ বিদেশের বিভিন্ন কনসার্ট ছাড়া জিয়াগঞ্জের বাড়িতেই বেশি থাকতে দেখা যায় গায়ককে। সেখানে কার্যত পাড়ার ছেলের মতোই সকলের সঙ্গে মেশেন তিনি। এহেন অরিজিতের এমন সম্মানে আপ্লুত সকলেই।