৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উপলক্ষে গ্রিন লাইনে অতিরিক্ত ট্রেন চালাবে কলকাতা মেট্রো রেল। এমনটাই জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে। ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে চলবে কলকাতা বইমেলা। বইমেলা চলাকালীন রবিবারেও মেট্রো পরিষেবা পাবেন বইপ্রেমীরা।
মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, বইমেলার সময়ে গ্রিন লাইনে সোমবার থেকে শনিবার আপ এবং ডাউন মিলিয়ে মোট ১২২টি ট্রেন চলবে। অন্যান্য সময়ে ১০৬টি ট্রেন চলে। কিন্তু ভিড় নিয়ন্ত্রণে রাখতে বেশি পরিষেবা দেওয়া হবে। সকাল ৬:৫৫ থেকে রাত ৯:৪০ পর্যন্ত পরিষেবা সচল থাকবে ইস্ট ওয়েস্ট লাইনে। বইমেলা চলাকালীন দুপুর ২:০৫ থেকে রাত ৯:১৫ পর্যন্ত প্রতি ১২ মিনিট অন্তর চলবে মেট্রো। শিয়ালদা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬:৫৫ নাগাদ।
এ ছাড়াও, আগামী ২ এবং ৯ ফেব্রুয়ারি, দু’টি রবিবারে আপ এবং ডাউন মিলিয়ে ৩৭টি করে চলবে মোট ৭৪টি ট্রেন। রবিবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা দুপুর ২টো ১৫ মিনিট থেকে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত খোলা থাকবে। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তিত সূচি অনুযায়ীই মেট্রো চলবে।