উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় অংশ নিয়েছেন দেশ বিদেশের অজস্র ভক্তবৃন্দ। জার্মানি, আফ্রিকা, ব্রাজিলের মতো বিশ্বের নানান দেশ থেকে ভক্তরা মহাকুম্ভ মেলায় অংশ নিতে হাজির হয়েছেন।
অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী ইতিমধ্যে প্রয়াগরাজে পৌঁছেছেন। জানা গিয়েছে তিনি ১৪ জানুয়ারি মহাকুম্ভে পূণ্যস্নান করবেন। পরনে গেরুয়া পোশাক পরে তিনি প্রয়াগরাজে পৌঁছান। এখানে তিনি 'রাজকীয় স্নানে'ও অংশ নেবেন ।
স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল ৪০ জন সদস্যেকে সঙ্গে নিয়ে প্রয়াগরাজে আসেন। এখানে তিনি মহাকুম্ভের আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পরণে গেরুয়া পোশাক পরা গলায় রুদ্রাক্ষের জপমালা নিয়ে দেখা গিয়েছে তাঁকে ।
স্পেন থেকে এসেছেন নাটালিয়া ওরফে যমুনা দেবী। মহাকুম্ভ মেলায় প্রয়াগরাজে পুণ্যস্নান করার কথা তিনি সাংবাদিকদের কাছে বলেন। তাঁর কথায়, “যেমনটা আপনারা জানেন যে, এটা একটা শুভ অনুষ্ঠান। আজ প্রচুর সাধু-সন্ন্যাসী মহাকুম্ভে স্নান করবেন। আর আজ হল পৌষ পূর্ণিমা। তাই আমি গঙ্গা, যমুনা আর সরস্বতী নদীর সঙ্গমে পুণ্যস্নান করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করছি।”
পোল্যান্ড থেকে এসেছেন ক্লদিয়া নামে এক পর্যটক। তিনি বলেন, “এটা খুবই স্পেশাল। এর আগে কখনও আমি এমন অভিজ্ঞতা সঞ্চয় করতে পারিনি। আমি আগামিকালই স্নান করব। আবার রাশিয়ার এক পুণ্যার্থী বলে ওঠেন, মেরা ভারত মহান। বলে চলেন যে, ভারত একটা মহান দেশ। প্রথম বারের জন্য আমরা কুম্ভ মেলায় এসেছি। যেখানে আমরা আসল ভারতবর্ষ দেখতে পাচ্ছি। ভারতবাসীর মধ্যেই আসল শক্তি লুকিয়ে রয়েছে। এই পুণ্য স্থানের যে ভাইব, তা আমার গায়ে যেন কাঁটা দিচ্ছে। আমি ভারতকে ভালবাসি।”