চিনও স্পষ্ট করেছে, এইচএমপিভি নিয়ে চিন্তার মতো কিছু নেই !


 কোভিড আতঙ্কের স্মৃতি এখনও টাটকা, এর মাঝেই ভয় ধরাচ্ছে কোভিড সদৃশ নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমো ভাইরাস। চিনের এই নতুন ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। এইচএমপিভি ভাইরাস হানা দিচ্ছে শরীরের ফুসফুসে ফলে নিউমোনিয়া, হোয়াইট লাং-য়ের মতন রোগের প্রাদুর্ভাব ঘটছে। যদিও এই নতুন ভাইরাস হানার বিষয়ে মুখে কুলুপ এঁটেছে বেজিং। 


এই ভাইরাসের আতঙ্ক ছড়াচ্ছে ভারতেও। যদিও, ভারতে এখনও পর্যন্ত এই রোগের আক্রান্ত হওয়ার কোনও কেস রিপোর্ট হয়নি বলে জানানো হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। এইচএমপিভি-এর উপসর্গ গুলি হল, সর্দি-কাশি, লাগাতার জল পড়া, অসম্ভব গলা ব্যথা। এই ভাইরাসের এখনও পর্যন্ত ভ্যাকসিন না থাকার দরুন ভয় ধরাচ্ছে চিকিৎসকদের।


চিনও স্পষ্ট করেছে, এইচএমপিভি নিয়ে চিন্তার মতো কিছু নেই। চিনের সরকার পুরো বিষয়টিকে ‘শীতকালীন সংক্রমণ’ বলে ব্যাখ্যা করেছে। দায়ী করেছে মরসুমকেই। চিনের বিদেশ মন্ত্রকও পর্যটক এবং নাগরিকদের আশ্বস্ত করে বলেছে, সে দেশে ভ্রমণ সম্পূর্ণ ভাবে নিরাপদ।


চিনের বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র মাও নিং জানিয়েছেন, নতুন ভাইরাসের সংক্রমণ বাড়লেও বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তাঁর কথায়, ‘‘শীতের মরসুমে শ্বাসযন্ত্রের সংক্রমণের প্রবণতা খুব বেশি। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে, সরকার চিনে আগত বিদেশিদের স্বাস্থ্য নিয়ে যত্নশীল।”


Previous Post Next Post

نموذج الاتصال