উত্তরবঙ্গে ভূমিকম্প। সকাল ৬.৩৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। নেপাল-বাংলাদেশ সীমান্তে ভূমিকম্পে উত্তরবঙ্গে প্রভাব অনুভূত হয়। উৎপত্তি স্থল চিন ও তিব্বতের মধ্যবর্তী সিসমিক প্লেট। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। ভারতীয় সময় শেষ রাতে ভূমিকম্প চিনের পশ্চিম সিজাং প্রদেশে। ভারতীয় সময় ৬:৩৫ মিনিট ১৮ সেকেন্ডে ভূমিকম্প প্রথম অনুভূত হয় উত্তর বিহার এবং উত্তরবঙ্গে।
আতঙ্কে নেপালে অনেকেই নেমে আসেন রাস্তায়। এপি সেন্টার ভূ-গর্ভের ১০ কিলোমিটার নিচে। নেপাল সীমান্ত থেকে ৯০ কিলোমিটার দূরে এবং দার্জিলিং থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। এই ভূমিকম্পের সবথেকে বেশি প্রভাব পড়ার আশঙ্কা নেপাল সীমান্ত এলাকায় এছাড়াও সিকিম এবং ভুটানেও প্রভাব বেশি পড়বে। প্রভাব পড়বে বিহার বাংলাতেও। মৃদু ভূকম্পন কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও।
দুলতে শুরু করে বহুতল। উৎসস্থল নেপালে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। কম্পনের তীব্রতা ছিল বেশ বেশি। শুধু ভারত নয়, মোট ৫টি দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৬টা ৩৫ মিনিটের পর ১ ঘণ্টায় ৬ বার ভূকম্প অনুভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। যার প্রভাবে উত্তরবঙ্গে ২ বার এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, নেপালের গোকর্ণেশ্বরের কাছে এই ভূমিকম্পের উৎসস্থল। বিহারের মধুবনী জেলাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। ভারত, নেপাল, বাংলাদেশের সঙ্গে কম্পন টের পাওয়া গেল চিন-ভুটানেও। মঙ্গলবার সকালে নেপালে ভূমিকম্পের জেরে কাঁপল ভারতের বিভিন্ন এলাকা। দিল্লি-এনসিআর এলাকায় কম্পন অনুভূত হয়েছে। বিহারের বিভিন্ন জেলায় ভূমিকম্প টের পাওয়া গিয়েছে।