শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। শুক্রবার, সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিন। দুপুর দেড়টায় এনডিএ-র সমস্ত সাংসদরা সংসদ ভবনের অভ্যন্তরে জিএমসি বালযোগী অডিটোরিয়ামে বৈঠক করবেন। যেখানে বিজেপি জোটের সব লোকসভা ও রাজ্যসভার সদস্যরা অন্তর্ভুক্ত হবেন। শনিবার ১ ফেব্রুয়ারি পেশ হবে কেন্দ্রীয় বাজেট। আজ সকাল ১১টায় অধিবেশনের সূচনা হবে।
বাজেটের আগে আজ সংসদে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করবেন। গত এক বছরে দেশের অর্থনীতি কী অবস্থা ছিল, সেই রিপোর্ট তুলে ধরবেন।
গত জুনেই নতুন করে ক্ষমতায় এসেছে বিজেপির নেতৃত্বাধীন সরকার। শনিবার তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর এই বাজেটে ১৬টি নতুন বিল আনতে পারে কেন্দ্র। যার মধ্যে থাকতে পারে বিতর্কিত ওয়াকফ বিল, দুর্যোগ ব্যবস্থাপনা আইন সংক্রান্ত বিল বা অর্থ বিল ইত্যাদি।
শুক্রবার বাজেট অধিবেশন অবশ্য শুরু হবে ২০২৪-২৫ অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষা দিয়ে। মনে করা হচ্ছে, পরবর্তী সময়ে একে একে পেশ করা হবে বিলগুলি। যার মধ্যে আলাদা করে নিশ্চিত ভাবে নজর থাকবে ওয়াকফ বিলের দিকে। যে বিলে ওয়াকফ আইনের ৪৪টি পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে।
২০২৪ সালের আগস্টে সংসদে প্রথমবার বিলটি পেশ করার পরই বিতর্ক তুঙ্গে ওঠে। বিরোধীরা প্রতিবাদ জানানোয় বিলটি পাঠানো হয়েছিল যৌথ সংসদীয় কমিটির কাছে। এই সপ্তাহেই কমিটি যে প্রতিবেদন পেশ করেছে সেখানে শাসক দলের ১৪টি প্রস্তাব অন্তর্ভুক্ত করার পাশাপাশি বিরোধী দলের ৪৪টি প্রস্তাব বাতিল করে দেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই পেশ করা হবে বাজেট অধিবেশনে। ফলে তা নিয়ে বিতর্ক দানা বাঁধবে বলেই মনে করা হচ্ছে।
সূত্রের খবর, এবারের বাজেটে সুখবর থাকছে ইপিএফও স্কিমের পেনশন ভোগীদের জন্যে। প্রথমত বাড়ানো হচ্ছে ইপিএফের নূন্যতম পেনশন, দ্বিতীয়ত মূল পেনশনের সঙ্গে ডিএ দেওয়ার কথাও ভাবা হচ্ছে বলে খবর। তবে বলা হচ্ছে, নতুন কর ব্যবস্থায় সরকার কিছু ছাড় ঘোষণা করতে পারে। বিশেষজ্ঞরা ২০২৫ সালের বাজেটে HRA, ধারা 80C ট্যাক্স ডিডাকশন এবং ১ লাখ টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানোর দাবি করছে।