ভয়াবহ দাবানলে বিপর্যস্ত মার্কিন মুলুকের লস এঞ্জেলেস , ক্ষতি হয়েছে ৫০ বিলিয়ন ডলারের সম্পদের


 ভয়াবহ দাবানলে বিপর্যস্ত মার্কিন মুলুকের লস এঞ্জেলেস। ক্যালিফোর্নিয়া প্রদেশের এই বিখ্যাত শহরকে ঘিরে রেখেছে ভয়ঙ্কর আগুন। দাবানলে বহু মানুষ নিহত হয়েছেন, শত শত বাড়িঘর ধ্বংস হয়েছে। লক্ষাধিক মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন।



ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে একাধিক জঙ্গলে আগুন লেগে পুড়ে ছাই বিস্তীর্ণ এলাকা। দাবানল এখন হলিউড হিলস পর্যন্ত পৌঁছে গিয়েছে। যেখানে পৃথিবীর একাধিক বড় প্রোডাকশন হাউজের স্টুডিও রয়েছে। ওয়ার্নার ব্রাদার্স, ইউনিভার্সাল পিকচারস, প্যারামাউন্ট পিকচারস, ওয়ার্ল্ড ডিজনি পিকচারসের একাধিক সিনেমা শুটিং চলছে, সঙ্গে এখানে হলিউডের একাধিক তারকার প্রাসাদোপম বাড়িও রয়েছে।



বিনোদন জগতের কেন্দ্র হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেসে এ দাবানলের সূত্রপাত হয় গত মঙ্গলবার। বৃহস্পতিবার পর্যন্ত সেখানে ছয়টি আলাদা দাবানল সৃষ্টি হয়েছে। ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে প্রচণ্ডগতিতে বয়ে চলা ঝড়। ঝড়ো বাতাসে হুহু করে ছড়িয়ে পড়ছে আগুন। দাবানলে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহুমূল্যের ঘর ও গাড়ি। এরই মধ্যে ক্ষতি হয়েছে ৫০ বিলিয়ন ডলারের সম্পদের।



আলাদা ছয়টি দাবানলের মধ্যে তিনটি নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রাণে বাঁচতে লস অ্যাঞ্জেলেসের ১ লাখ ৭৯ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে সময় আরও বাড়ানো হতে পারে।


Previous Post Next Post

نموذج الاتصال