আগামী 10 ফেব্রুয়ারি থেকে রাজ্য বিধানসভায় শুরু হতে চলেছে বাজেট অধিবেশন। এরপর 12 তারিখ বিধানসভায় রাজ্য বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।2026 সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই জায়গা থেকে দেখতে গেলে এটাই হতে চলেছে বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট। সুতরাং এই বাজেট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে তাতে 10 ফেব্রুয়ারি সোমবার বাজেট অধিবেশনের শুরু হবে শোক প্রস্তাব পাঠের মাধ্যমে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামণ 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। তার 11 দিন পরে রাজ্য বিধানসভায় বাজেট পেশ হবে।
এদিকে, রাজ্যে এই মুহূর্তে যতগুলি সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্মীর ভান্ডার নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। সোমবারের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্টেট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের জন্য নটি নিয়মিত পদ সৃষ্টির বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে উপভোক্তার সংখ্যা 2 কোটিরও বেশি। এই প্রকল্পে সাধারণ মহিলাদের 1000 টাকা এবং তফশিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলাদের ক্ষেত্রে 1200 টাকা করে দেওয়া হয়।
বর্তমানে রাজ্যে শিক্ষাবন্ধুর সংখ্যা প্রায় ১২ হাজার। তাঁরা ৯ হাজার ২২৭ টাকা করে ভাতা পান। সেই ভাতা বেড়ে ১১ হাজার টাকা পারে বলে জানা যাচ্ছে। তবে ২০১৮ সালে শেষবার শিক্ষাবন্ধর ভাতা বৃদ্ধি পেয়েছিল। তবে এতদিন সেই ভাতা বৃদ্ধি পায়নি। এবার ছবিটা কিছুটা হলেও বদলাতে পারে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি রাজ্যে এই মুহূর্তে প্রায় ২ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকারী রয়েছেন। তাদের বর্তমান বেতন ৯ হাজার টাকা অঙ্গনওয়াড়ি কর্মী টাকা এবং সহকারীদের ৭ হাজার ৫০ টাকা। এই বেতন বেড়ে ১০,০০০ টাকা এবং সহকারীদের বেতন ৮,০০০ টাকা হতে পারে।