রাজ্য সরকার মহাকুম্ভ পূণ্যার্থীদের জন্য চালু করল হেল্পলাইন নম্বর


 মহাকুম্ভে মহাবিশৃঙ্খলা হওয়ায় বিপদে পড়েছেন গোটা দেশের মানুষ। বাংলার নাগরিক যাঁরা তাঁরাও পুণ্যলাভ করতে গিয়েছিলেন। কিন্তু ভয়ঙ্কর মৃত্যুর মুখে কিছু মানুষের প্রাণ গিয়েছে। আর কিছু মানুষ ওই সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। যাঁরা ওখানে গিয়ে বিপদে পড়েছেন এবার সেইসব বাংলার নাগরিকদের পাশে ফিরিয়ে আনতে সাহায্যের হাত বাড়িয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেখানে হারিয়ে যাওয়া, অসুস্থ হয়ে পড়া মানুষজনকে ফিরিয়ে আনতে চাইছে রাজ্য সরকার। আর তাঁদের পাশে দাঁড়াতে এবং সাহায্য করতে রাজ্য সরকার চালু করল হেল্পলাইন নম্বর।


নবান্ন সূত্রে খবর প্রয়াগরাজ মহাকুম্ভে যোগ দিয়েছেন বাংলার বহু মানুষ। কিন্তু সেখানে গিয়ে অনেকেই ফিরে আসার রাস্তা খুঁজে পাচ্ছেন না। এই সমস্ত সদস্যদের চিন্তায় উৎকন্ঠায় রয়েছেন তাঁদেরপ রিবারের লোকজন। পুণ্য স্নানে গিয়ে বিপদে পড়া এই সমস্ত পুণ্যার্থীদের যাতে যেকোনো জরুরী পরিস্থিতিতে সাহায্য করা যায় তার জন্যই এবার একটি হেল্পলাইন নম্বর চালু করেছে নবান্ন।


মহাকুম্ভের মহা বিপর্যয় থেকে রাজ্যবাসীকে সাহায্য করতে রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে চালু করা হয়েছে একটি হেল্পলাইন নম্বর-  ০৩৩২২১৪-৩৫২৬। এছাড়াও চালু রয়েছে একটি টোল ফ্রি নম্বর ১০৭০। এই দুই নম্বরে ফোন করেই বিপদের কথা জানাতে পারবেন পুণ্যার্থীরা।


রাত ২টো নাগাদ সঙ্গমে স্নানের উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন বহু পুণ্যার্থী। ১০ হাজারের বেশি মানুষ একসঙ্গে স্নান করতে ভিড় জমান। চূড়ান্ত ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। যার জেরে পদপিষ্টের ঘটনা ঘটে প্রয়াগরাজের মহাকুম্ভে। মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের।


মহাকুম্ভের বিপর্যয়ে কোনও বাঙালি আটকে রয়েছে কিনা তা জানতে ক্রমাগত উত্তরপ্রদেশের যোগী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে নবান্ন। এখনও নিখোঁজ বাংলার অন্তত সাত জন। এই আবহেই হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য সরকার।


Previous Post Next Post

نموذج الاتصال