কেন্দ্রীয় বাজেট ২০২৫-এর লাইমলাইটে ছিল আয়কর ঘিরে কৌতূহল। গোটা দেশের জল্পনার পর্দা সরিয়ে এদিন আয়কর নিয়ে বড় ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এরই সঙ্গে বেশ কিছু সেক্টর নিয়ে ঘোষণা উঠে আসে, নির্মলা সীতারামনের ২০২৫ সালের বাজেটে।
মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড়
দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে প্রবীণ নাগরিকদের জন্যও বড় ঘোষণা রয়েছে। ষাটোর্ধ্বদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ এক লক্ষ টাকা ঘোষণা করেছেন নির্মলা।
তিনি জানিয়েছেন, ক্যান্সার ও অন্যান্য দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধে উঠে গেল শুল্ক। পাশাপাশি, ৬টি জীবনদায়ী ওষুধে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। ফলে সস্তা হবে ওষুধ। লিথিয়াম ব্যাটারিতেও শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন নির্মলা।
প্রবীণ নাগরিকদের জন্য বড় ঘোষণা করেন নির্মলা। অর্থমন্ত্রী জানান, ২০২৫ সালের বাজেটে টিডিএসের ব়্যাশনলাইজ করা হবে। এর ফলে করদাতারা অনেক স্বস্তি পাবেন। এদিকে প্রবীণ নাগরিকদের জন্য সুদের উপর ট্যাক্স ডিডাকশনের সীমা দ্বিগুণ করা হল। আগে এই সীমা ছিল ৫০ হাজার টাকা। তা দ্বিগুণ করে এবার ১ লাখ টাকা করা হচ্ছে।
নির্মলা সীতারামনের বাজেটে চলতি বছরে ধন ধান্য কৃষি যোজনা চালু করার কথা বলা হয়েছে। এই যোজনার ফলে ১.৭ কোটি কৃষকদের সাহায্য পাবেন। দেশের ১০০ জেলাকে কভার করবে যোজনা। উচ্চ ফলনশীল বীজের জন্য একটি জাতীয় মিশন চালু করা হবে বলেও ঘোষণা করা হয়েছে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দেওয়া হিসাব অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রক সব মিলিয়ে ৬,৮১,২১০.২৭ কোটি টাকা পাবে। তার মধ্যে একটি নির্দিষ্ট অংশ (১,৮০,০০০ কোটি টাকা) খরচ করতে হবে পরিষেবা খাতে।
দাম কমছে মোবাইল ফোন, লিথিয়াম ব্যাটারি, এলইডি টিভি, এলসিডি, গাড়ির ব্যাটারির। বরফজাত মাছ, চামড়ার জিনিসের দাম কমছে। ১২টি ক্রিটিক্যাল মিনারেলস, মেরিন প্রোডাক্ট, কোবাল্ট প্রোডাক্ট।