আর জি কর মেডিক্যালে ডাক্তারি ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে কামারহাটি থানার পুলিশ


 আর জি কর মেডিক্যালের ডাক্তারি ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটেছিল কামারহাটির ইএসআই হাসপাতাল কোয়ার্টারে। মৃতার মা কামারহাটির ইএসআই হাসপাতালে কর্মরত। সেই সূত্রেই বছর কুড়ির ছাত্রী মায়ের সঙ্গে কোয়ার্টারে থাকত।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত আর জি করের দ্বিতীয় বর্ষে এমবিবিএস ছাত্রী। কলেজে তিনি বেশ শান্ত স্বভাবেরই ছিলেন বলে দাবি সহপাঠীদের। শুক্রবার কোয়ার্টারে একাই ছিলেন বছর কুড়ির তরুণী। ইএসআই হাসপাতালের চিকিৎসক মা তাঁকে একাধিকবার ফোন করেও যোগাযোগ করতে পারেননি। তাতেই সন্দেহ হয় তাঁর। তড়িঘড়ি তিনি কোয়ার্টারে ছুটে যান। তারপর দরজা ভেঙে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।


ঘটনার পরপরই কামারহাটি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। যদিও কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি, তবু এটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলে প্রাথমিক অনুমান। পুলিশের জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ আরও জানিয়েছে, মেয়েটির বাবা মুম্বইয়ের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের উচ্চপদস্থ আধিকারিক। তার আকস্মিক মৃত্যুর খবরে পরিবার এবং সহপাঠীরা শোকস্তব্ধ। পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত চলছে এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।



পুলিশ জানিয়েছে ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। পরিবারের তরফে দায়ের করা হয়নি কোনও অভিযোগ। পুলিশের তরফে এ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি যদিও। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, ওই তরুণী গুরুতর অসুস্থ ছিলেন। এর ফলে তাঁর মানসিক স্বাস্থ্যেরও অবসাদ ঘটে। অবসাদে ভুগছিলেন তিনি। 



Previous Post Next Post

نموذج الاتصال