সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে দিল্লিতে। এক দফাতেই হবে দিল্লির ৭০ বিধানসভা আসনের ভোটগ্রহণ। নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল ৯টা পর্যন্ত দিল্লিতে ভোটদানের হার ৮.১ শতাংশ। সকাল সকাল ভোট দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । সকাল সকাল ভোট দিলেন ভারতের প্রথম নাগরিক। রাজেন্দ্র প্রসাদ কেন্দ্রীয় বিদ্যালয় বুথে ভোট দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দিল্লিতে দেড় কোটি ভোটার আজ ভোট দিচ্ছেন। যদিও এখনও পর্যন্ত ভোটদানের হার খুব বেশি নয়। আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ।
দিল্লির গণতন্ত্র উৎসবে সেখানকার ভোটারদের সামিল হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি নতুন ভোটারদের উদ্দেশেও বার্তা দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘‘যাঁরা প্রথম বার ভোট দিতে যাচ্ছেন, সেই তরুণ প্রজন্মকে আমার বিশেষ শুভেচ্ছা।’’ দিল্লিতে ভোট দিলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। একই সঙ্গে দিল্লিবাসীকে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বানও জানালেন তিনি।
দিল্লির বিধানসভা ভোটে লড়াই এ বার খাতায়-কলমে ত্রিমুখী। রাজধানীতে প্রতিটি আসনে মুখোমুখি লড়ছে শাসক দল আপ, বিজেপি এবং কংগ্রেস। যদিও গত বছর লোকসভা ভোটে দিল্লিতে আসন সমঝোতা করে লড়েছিল রাহুল গান্ধী এবং অরবিন্দ কেজরীওয়ালের দল। বিধানসভা ভোটের ময়দানে দুই দলই সম্মুখসমরে। প্রচার পর্বে বিজেপি, কংগ্রেস, আপ— প্রত্যেকেই একে অপরকে আক্রমণ শানিয়েছে।