মহাকুম্ভের মহামুহূর্তে প্রধানমন্ত্রীর পূণ্যস্নান !


 মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, ৫ ফেব্রুয়ারি তিনি প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে প্রয়াগরাজে আসেন প্রধানমন্ত্রী মোদী। কুম্ভে পুণ্যস্নানের জন্য আলাদা ব্যবস্থা করা হয়।লাল জামা, কালো ট্রাক প্যান্ট ও নীল মাফলার গলায় মহাকুম্ভে পুণ্যস্নান করতে নামেন প্রধানমন্ত্রী। স্নানের শুরুতেই তিনি সূর্যকে জল দান করেন। এরপর দড়ি ধরে গঙ্গায় ডুব দেন। 



এদিনই দিল্লিতে বিধানসভা ভোট। আর সেদিনই কুম্ভে পুণ্যস্নানের দিন হিসাবে মোদির বেছে নেওয়া নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, এসবই ভোটারদের প্রভাবিত করার চেষ্টা ছাড়া আর কিছু নয়। কুম্ভমেলায় মৌনী অমাবস্যা তিথিতে পদপিষ্টের ঘটনা ঘটে। সরকারি হিসাবে, সেই দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়। এরপর যোগী আদিত্যনাথের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। আর সেই ঘটনার পর এদিন প্রয়াগরাজে গেলেন প্রধানমন্ত্রী। এদিন প্রয়াগরাজে রয়েছে উপচে পড়া ভিড়।


গত ২৯ জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় মৌনী অমাবস্যার শাহি স্নানের আগে পদপিষ্টের ঘটনা ঘটে। সরকারি হিসাবে, সেই দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়। তার পরেই মহাকুম্ভের ব্যবস্থাপনা নিয়ে যোগী আদিত্যনাথের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। বিরোধীদের দাবি, মৃতের সংখ্যা লুকোচ্ছে যোগী সরকার, যা নিয়ে সোমবার সংসদে বাজেট অধিবেশনের শুরু থেকেই সরব হন বিরোধী সাংসদেরা। সংসদের দুই কক্ষেই কুম্ভ নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। সেই আবহে মোদীর কুম্ভযাত্রা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে অনেকে।

Previous Post Next Post

نموذج الاتصال