কলকাতায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনার মধ্যেই আইপিএলের প্রথম ম্যাচ ইডেনে


সকাল থেকে কখনও হালকা তো আবার কখনও ভারী বৃষ্টি হয়ে যাচ্ছে কলকাতা এবং শহরতলিতে। এর মধ্যেই বিকেলে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। শুধু তাই নয়, এদিন সন্ধ্যায় কলকাতার ইডেনে আইপিএলের (IPL 2025) উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রথম ম্যাচ আছে। ঝড়-বৃষ্টিতে সেটি বিঘ্নিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করল আলিপুর আবহাওয়া দফতর।


২০০৮ সাল থেকে শুরু হয়েছিল আইপিএল। প্রথম বছর কেকেআর এবং আরসিবি-ই প্রথম ম্যাচ খেলেছিল। কিন্তু এ বারে ম্যাচ হওয়া নিয়ে আশঙ্কা থেকে গিয়েছে। লিগের ম্যাচে কোনও রিজ়ার্ভ দিনও থাকে না। ফলে বৃষ্টির জন্য সময় নষ্ট হলে প্রথমে চেষ্টা করা হবে ওভার কমিয়ে ম্যাচ করানোর। ম্যাচ শুরু হওয়ার কথা সন্ধ্যে ৭.৩০ থেকে। বৃষ্টির কারণে ওভার কমলেও কমপক্ষে ৫ ওভারের ম্যাচ করতেই হবে। নিয়ম অনুযায়ী, রাত ১২.০৬ মিনিটের মধ্যে খেলা শেষ করতেই হবে। যে কারণে ৫ ওভারের ম্যাচ করতে হলে সেটা শুরু করতে হবে রাত ১০.৫৬ মিনিটের মধ্যে। একান্তই যদি খেলা না হয় তা হলে দুই দল এক পয়েন্ট করে পাবে।


শনিবার কলকাতায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে, বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বইবে হাওয়া। টানা বৃষ্টির সম্ভাবনা নেই। যা আশা জাগাচ্ছে সকলের মনে।


আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই পরিস্থিতিতে ম্যাচ ভেস্তে যাওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। এমনকী আদৌও উদ্বোধনী অনুষ্ঠান হবে কিনা, তা নিয়েও আতঙ্কে ভুগছেন অনেকে।


Previous Post Next Post

نموذج الاتصال