চেন্নাই সুপার কিংসের দাপটে উড়ে গেল মুম্বাই ইন্ডিয়ানস্! রীতি মেনে প্রথম ম্যাচে হার


 মুম্বাই ইন্ডিয়ানস প্রতি বছর আইপিএল শুরু করবে হেরে, এটাই যেন নিয়ম। এবারও দলটি ‘নিয়ম’ মেনেই হার দিয়ে শুরু করল ২০২৫ আইপিএল। চেন্নাইয়ে আজ আইপিএল ক্ল্যাসিকোতে স্বাগতিক চেন্নাই সুপার কিংসের কাছে ৪ উইকেটে হেরেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এ নিয়ে টানা ১৩ মৌসুম নিজেদের প্রথম ম্যাচে হারল মুম্বাইকাররা।


টসে হেরে ব্যাটিং পাওয়া মুম্বাই ৯ উইকেটে করে ১৫৫ রান। স্কোরটা ৫বল ও ৪ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় মুম্বাইয়ের মতোই পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই।


ম্যচে টস জিতে ঘরের মাঠে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ইনিংসের শুরুতেই মুম্বইকে জোড়া ধাক্কা দেন খালিল আহমেদ। খাতাই খুলতে পারেনি রোহিত শর্মা। এরপর সিএসকের স্পিনাররা ম্যাচে নিজেদের দাপট বজায় রাখে। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে মুম্বই ইন্ডিয়ান্স। মাঝে কিছুটা লড়াই করেন সূর্যকুমার যাদব ও তিলক বর্মা।


তিলক ৩১ ও সূর্যকুমার ২৯ রানে ফিরতেই সেভাবে আর দাঁড়াতে পারেনি মুম্বইয়ের ইনিংস। বিশেষ করে নুর আহমেদের ভেলকির কোনও জবাব এদিন ছিল না মুম্বই ব্যাটারদের। একাই ৪টি উইকেট নেন আফগান তারকা। ৩টি উইকেট নেন খালিল আহমেদ। শেষের দিকে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলে মুম্বইয়ের স্কোর ১৫০ পার করেন দীপক চাহার। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান করে মুম্বই ইন্ডিয়ান্স।


কিন্তু রুতুরাজ ২৬ বলে ৫৩ করে আউট হতেই একদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে চেন্নাই। অপরদিকে, রাচিন রবীন্দ্র একা লড়াই চালিয়ে যান। শিবম দুবে, স্যাম কারন, দীপক হুডা কেউ বড় রান পায়নি। ঠান্ডা মাথায় নিজের অর্ধশতরান পূরণ করেন রাচিন রবীন্দ্র। তাঁকে কিছুটা সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা। ১৭ রান করেন তিনি। শেষে ধোনি ও রাচিন রবীন্দ্র মিবলে ম্য়াচ ফিনিশ করেন। ধোনি খাতা খোলেননি ও রাচিন ৬৫ রানে অপরাজিত থাকেন।



Previous Post Next Post

نموذج الاتصال