দুটো টিমের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল। বর্ষাপাড়ায় কোন দলের ক্রিকেটারদের ব্যাটে হবে রানের বর্ষণ? এই প্রশ্নের উত্তর মিলল। সেই অর্থে রানের বর্ষণ একজনের ব্যাটেই। তিনি কেকেআরের ওপেনার কুইন্টন ডি’কক। ১৫২ রান তাড়ায় ৯৭ রানে অপরাজিত কুইন্টন। অনবদ্য বোলিং মইন আলি, বরুণ চক্রবর্তীর। যোগ্য সঙ্গ দেন তিন পেসারও। রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে কয়েকটি মিনি ব্যাটল দেখার সম্ভাবনা ছিল। যেমন – আন্দ্রে রাসেল বনাম ওয়ানিন্দু হাসারঙ্গা, ভেঙ্কটেশ বনাম রানা!
ইডেনে হারের পর বুধবার গুয়াহাটিতে জয় ছিনিয়ে নিলো নাইট বাহিনী। রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগের ঘরের মাঠ। কিন্তু এই মাঠে আবার বিশেষ নজির রয়েছে রাহানের। একটি টি-২০ ম্যাচে সর্বোচ্চ রান করার রেকর্ড রয়েছে নাইট অধিনায়কের। তবে ম্যাচের শুরুতেই বড়সড় ধাক্কা খেয়ে গেল কেকেআর। টস করতে এসে রাহানে জানালেন, নারিন অসুস্থ। তাই ক্যারিবিয়ান তারকার পক্ষে বুধবারের ম্যাচ খেলা সম্ভব নয়। পরিবর্ত হিসাবে মইন আলিকে নামানো হবে এদিনের ম্যাচে।
এদিকে ১৫২ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি কেকেআর। কিন্তু তাও ম্যাচ জিতেই মাঠ ছাড়ে নাইটরা। সুনীল নারাইনের অনুপস্থিতিতে কুইন্টন ডিককের সঙ্গে বুধবার ওপেন করতে নামেন মইন আলি। তবে রান পাননি তিনি। ২২ গজের এক প্রান্ত আগলে রেখেছিলেন ডিকক। ৭০ রানে ২ উইকেট হারানোর পর তাঁর সঙ্গে জুটি বাঁধেন অঙ্গকৃশ রঘুবংশী। তাঁরাই দলকে পৌঁছে দিলেন প্রতিযোগিতার প্রথম জয়ের দরজায়। ডিককের ব্যাট থেকে এল ৬১ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস।