গুজরাটের গির জাতীয় উদ্যানে সিংহ সাফারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

 


আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস। আজকের বিশেষ এই দিনে প্রধানমন্ত্রী মোদী জঙ্গল সাফারি উপভোগ করে বন্যপ্রাণী সংরক্ষণে ভারতের অবদানের প্রসঙ্গ তুলে ধরেন। 


বিশ্ব বন্যপ্রাণী দিবসে জীববৈচিত্র্য রক্ষা ও সংরক্ষণের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে এক্স হ্যান্ডেলে এক পোস্টে মোদী লিখেছেন,বিশ্ব বন্যপ্রাণী দিবসে আসুন আমাদের পৃথিবীর অবিশ্বাস্য জীববৈচিত্র্য রক্ষা ও সংরক্ষণের জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি। বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে সোমবার সকালে গুজরাটের জুনাগড় জেলার গির জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্যে  জঙ্গল সাফারি উপভোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


৩ মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে গুজরাটের গির জাতীয় উদ্যানে সিংহ সাফারিতে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী। এই সময় মোদীর সঙ্গে কয়েকজন মন্ত্রী এবং বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এদিন সাফারি পোশাক পরে, গিরের এশিয়াটিক সিংহের এক ঝলক তুলতে ক্যামেরা হাতেই দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। সোমবার গুজরাটের জুনাগড়ের সাসান গির জাতীয় উদ্যানে জাতীয় বন্যপ্রাণী বোর্ডের সপ্তম বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী। জাতীয় উদ্যানের গ্রাউন্ড স্টাফদের সঙ্গে এদিন বিশেষ বার্তালাপও করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। 


কয়েকজন মন্ত্রী ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন। গির বন্যপ্রাণী অভয়ারণ্যের সদর দফতর সাসান গিরে, প্রধানমন্ত্রী জাতীয় বন্যপ্রাণী বোর্ডের সপ্তম বৈঠকেও সভাপতিত্ব করবেন। কেন্দ্রীয় সরকার প্রজেক্ট লায়নের জন্য ২৯০০ কোটি টাকারও বেশি অনুমোদন করেছে, যা এশিয়াটিক সিংহদের সংরক্ষণের জন্য। 

Previous Post Next Post

نموذج الاتصال