মায়ানমারের জোড়া ভূমিকম্প ! কয়েক মুহূর্তে তাসের ঘরে মতো ধসে গেল একের পর এক বহুতল


 মায়ানমারের জোড়া ভূমিকম্পে বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মান্দালয় শহরে একাধিক বহুতল ভেঙে পড়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে দাবি, মান্দালয়ে একটি মসজিদ ভেঙে পড়েছে। তার নীচে চাপা পড়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। রয়টার্স এই খবর নিশ্চিত করেনি। জোরালো কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী তাইল্যান্ডেও। সেখানকার রাজধানী ব্যাঙ্ককে গগনচুম্বী একটি বহুতল ভেঙে পড়েছে। বহুতলটি নির্মীয়মাণ অবস্থায় ছিল। তাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। ৮১ জন নিখোঁজ। ভূমিকম্পের কারণে ব্যাঙ্ককে জরুরি বৈঠকে বসেছেন তাইল্যান্ডের প্রধানমন্ত্রী।


মার্কিন জিওলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, মায়ানমারের মান্দালয়ে ভূমিকম্পের উৎস ছিল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি নীচে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ১১টা ৫০ মিনিটে প্রথম ভূমিকম্পটি হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২। পরপর হওয়া দুটি ভূমিকম্পের মুহূর্তের ভয়াবহ ছবি ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ব্যাঙ্ককে নির্মীয়মাণ বহুতল তাসের ঘরের মতো ভেঙে পড়ে। বহুতলের উপরে থাকা সুইমিং পুলের জল উপচে পড়ে।


এদিকে, ফের কয়েক মিনিটের ব্যবধানে ১২টা ২ মিনিটে ভূমিকম্পের আফটার শক হয় মায়ানমারে। এবার উৎপত্তিস্থল লকসকের ১৫১ কিলোমিটার পশ্চিমে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মায়ানমারের ভূমিকম্পের প্রভাব পড়েছে থাইল্যান্ডেও। সেখানেও একাধিক বহুতল ভেঙে পড়েছে। ইতিমধ্যেই প্রাকৃতিক বিপর্যয়ের জেরে মায়ানমারে বহু মানুষের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 


কয়েক মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্প মায়ানমারে। সেই সময় কম্পন অনুভূত হয় বাংলাদেশের ঢাকা-সহ একাধিক জায়গায়। এর প্রভাব পড়েছে ভারতেও। কেঁপে ওঠে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলা ও সিকিমও। সূত্রের খবর অনুযায়ী, সিকিম ও গ্যাংটকের একাধিক হোটেলে ফাটল দেখা দিয়েছে।


Previous Post Next Post

نموذج الاتصال